ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমতায় শেষ সিরিজ

প্রকাশিত: ০৬:২৯, ২৩ জুলাই ২০১৮

 সমতায় শেষ সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। আর তাতে করে সিরিজ ১-১ সমতায় শেষ হলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি শুরু হয়। কিন্তু শেষ হতে পারেনি। টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ‘এ’ দল। কিন্তু ম্যাচ দশ ওভার গড়াতেই নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৫ ওভারে। আর নির্দিষ্ট এই ওভার খেলে ৯ উইকেটে ২৪০ রান করে সফরকারীরা। কিন্তু বাংলাদেশ ব্যাট করতে নামলে আবার বৃষ্টি এসে হানা দেয়। বাংলাদেশ তখন ৩.৪ ওভারে ১২ রান করেছে, কোন উইকেট না হারিয়ে। এরপর আর এগোতে পারেনি ম্যাচ। পরে বৃষ্টির মতিগতি ভাল না ঠেকায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেন। ফলে ফলশূন্য অবস্থায়ই শেষ হয় শেষ ম্যাচটি। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে যে দল জিততো সিরিজ তাদেরই হয়ে যেত। কারণ সিরিজে যে ১-১ সমতা ছিল। সেই সমতাতেই থাকল সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ২ রানে জিতে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে হারে। ৬৭ রানে হার হয়। তাতে করে সিরিজে ১-১ সমতা আসে। সিরিজের শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। এর আগে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম দুটি ম্যাচ ড্র হয়। তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে গিয়ে জিতে শ্রীলঙ্কা। সিরিজ জিতে নেয়। দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৭৫ রান করে লঙ্কানরা। জবাব দিতে নেমে ৪৪.৩ ওভারে ২০৮ রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে। ২৮০ রান করে। জবাব দিতে নেমে ২৭৮ রান করতে পারে শ্রীলঙ্কা। আনঅফিসিয়াল টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ জেতার আশা ছিল। কিন্তু বৃষ্টিতে সেই আশা শেষ হয়ে যায়। সিরিজে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়।
×