ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলেকজান্ডার দ্য গ্রেটের দেহাবশেষের খোঁজ ?

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ জুলাই ২০১৮

 আলেকজান্ডার দ্য গ্রেটের দেহাবশেষের খোঁজ ?

সপ্তাহ তিনেক আগে মিসরের প্রত্নতত্ত্ববিদরা আলেকজান্দ্রিয়া থেকে কালো গ্রানাইটের তৈরি বিশালাকৃতির একটি শবাধার উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এই শবাধারটি প্রায় দু’হাজার বছরের পুরনো এবং এটি কেউ কখনও খুলেও দেখেনি। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শবাধারটিকে ঘিরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়। নানা রকমের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়তে থাকে চারদিকে। এমন কথাও শোনা যায় যে ওই শবাধারে কি তাহলে গ্রিক নেতা আলেকজান্ডার দ্য গ্রেটের দেহাবশেষ রাখা আছে ? এই প্রশ্নের যখন ডালপালা গজাতে শুরু করে তখনই শবাধারটি উন্মুুক্ত করেন বিশেষজ্ঞরা। এর ভেতরে পাওয়া যায় তিনটি মানুষের কঙ্কাল। লাল-বাদামী নোংরা পানিতে এসব কঙ্কাল ডুবে আছে। শবাধারটির ভেতর থেকে তখন তীব্র কটু গন্ধ পাওয়া যাচ্ছিল। বাড়িঘর নির্মাণ কাজের সময় শবাধারটি পাওয়া যায়। এটি খোলার জন্য তখন মিসর সরকার প্রতœতাত্ত্বিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়। খবরে বলা হয়েছে, শবাধারটির ঢাকনা মাত্র দুই ইঞ্চি ওপরে তোলার সঙ্গে সঙ্গে এর ভেতর থেকে এমন কটু গন্ধ বেরিয়ে আসতে শুরু করে যে প্রতœতত্ত্ববিদদের পক্ষে আর সেখানে থাকা সম্ভব হয়নি। পরে মিসরের সামরিক বাহিনীর প্রকৌশলীদের সাহায্য নিয়ে শবাধারটি খোলা হয়। মিসরের প্রাচীন নিদর্শন সংক্রান্ত সুপ্রীম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি বলেন, আমরা সেখানে তিনজন মানুষের হাড়গোড় পেয়েছি। দেখে মনে হচ্ছে, একটি পরিবারের উদ্যোগেই নিহতদের মমি করে এই শবাধারে রাখা হয়। তবে মমিগুলো নষ্ট হয়ে গেছে। দেহের মাংস পচে গলে রয়ে গেছে শুধু হাড়গুলো। তিনি বলেন, তিনি নিজেও শবাধারটির ভেতরে মাথা ঢুকিয়ে দেখেছেন। কিন্তু তার কোন ধরনের ক্ষতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, আলেকজান্দ্রিয়ায় দু’হাজার বছরের পুরনো শবাধারটি থেকে যে তিনজনের কঙ্কাল পাওয়া গেছে তারা ফারাও আমলের সৈন্য হতে পারেন। তারা বলছেন, তিনটি কঙ্কালের একটির মাথার খুলিতে এমন একটি আঘাত আছে যা দেখে মনে হয় যে সেখানে তীরের আঘাত লেগেছিল। শবাধারটির উচ্চতা প্রায় সাড়ে ছয় ফুট। লম্বায় তিন মিটার। বলা হচ্ছে, এখনও পর্যন্ত এ রকম যত শবাধার পাওয়া গেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়। ওজন ২৭ টন। ৩২৩ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর যে টলেমেইক যুগের শুরু হয় ধারণা করা হয় এই শবাধারটি সেই আমলের। -বিবিসি অবলম্বনে।
×