ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:১৪, ২৩ জুলাই ২০১৮

 গ্রামীণফোনের প্রতিবাদ

গত ২২ জুলাই ‘দৈনিক জনকণ্ঠে’ প্রকাশিত ‘রেলওয়ের ট্রান্সমিশন নেটওয়ার্ক ভাড়া দিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে গ্রামীণফোন’ শীর্ষক সংবাদ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন গ্রামীণফোন লিমিটেডের হেড অফ কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল। তিনি বলেছেন, প্রকাশিত প্রতিবেদনে যে সব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ মনগড়া। গ্রামীণফোন ১৯৯৬ সালে একটি স্বচ্ছ আন্তর্জাতিক টেন্ডারে অংশ নিয়ে বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক লিজ নেয়। এই টেন্ডারে অন্যান্য প্রতিষ্ঠানও অংশ নিয়েছিল এবং গ্রামীণফোন ফাইবার নেটওয়ার্ক লিজ পায়। তখন থেকে গ্রামীণফোন এই ফাইবার নেটওয়ার্ক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করে আসছে। গ্রামীণফোনের সঙ্গে রেলওয়ের চুক্তি অনুযায়ী তৃতীয়পক্ষকে ফাইবার ব্যবহার করতে দেয়ার অধিকার গ্রামীণফোনের আছে এবং এই সাবলিজ থেকে অর্জিত অর্থের অংশ রেলওয়ে পেয়ে থাকে, সুতরাং অবৈধভাবে নেটওয়ার্ক ভাড়া দেয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, অপটিক্যাল ফাইবার বাবদ গত সাত বছর ধরে গ্রামীণফোন কোন অর্থ রেলওয়েকে পরিশোধ করেনি, যা সম্পূর্ণ মনগড়া, প্রকৃতপক্ষে গ্রামীণফোন প্রতিবছর এই নেটওয়ার্ক ব্যবহারের জন্য রেলওয়েকে ১০০ কোটি টাকার বেশি পরিশোধ করে আসছে। বর্তমানে কোন বকেয়া নেই। এছাড়াও রেলওয়ের টেলিকম ব্যবস্থাও সকল লজিস্টিক্সসহ পরিচালনা করে গ্রামীণফোন। অন্য কেউ এই ফাইবার ব্যবহার করতে পারছে না, যা সত্য নয়। এনটিটিএন অপারেটর সাবলিজ গ্রহণের মাধ্যমে এই নেটওয়ার্ক ব্যবহার করছেন।
×