ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

থিয়েটার ভাবনা আর শরণার্থী জীবনের বয়ানে ‘ঋত্বিক’

প্রকাশিত: ০৫:১৪, ২৩ জুলাই ২০১৮

 থিয়েটার ভাবনা আর শরণার্থী জীবনের বয়ানে ‘ঋত্বিক’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবাদী সত্তার বর্ণবহুল এক চরিত্র ঋত্বিক ঘটক। সৃষ্টিশীলতার সঙ্গে এই কীর্তিমান মানুষটির জীবনের ধাপে ধাপে বিরাজমান সংগ্রামী চেতনা। যদিও সবকিছু ছাপিয়ে বিখ্যাত বাঙালী চলচ্চিত্র পরিচালক হিসেবেই তিনি অধিক সমাদৃত। তাঁর সৃজনশীলতায় নির্মিত হয়েছে অসংখ্য কালজয়ী বাংলা ছবি। তবে এবার নাটকের মাধ্যমে ভিন্নভাবে ওঠে এলেন ঋত্বিক। আর সেই নাটকের কাহিনীতে ঋত্বিকের চলচ্চিত্র নয়, আলোচিত হয়েছে তাঁর থিয়েটার জীবন। ওঠে এসেছে গণনাট্য সংঘের হয়ে নাটক নিয়ে তাঁর বিপ্লবী ভাবনার কথা। সমকালের আয়নায় প্রতিধ্বনিত হয়েছে সেই ভাবনার প্রাসঙ্গিকতা। পাশাপাশি ঘটনাপ্রবাহে যুক্ত হয়েছে সাতচল্লিশের দেশভাগের পটভূমি। বর্ণিত হয়েছে দেশভাগের কারণে শরণার্থী জীবনকে বেছে নিতে বাধ্য হওয়া ঋত্বিকের বেদনার আখ্যান। গল্পের সূত্র ধরে উঠে এসেছে তৎকালীন পূর্ব বাংলায় কাটানো ঋত্বিকের জীবনকথা। মর্মস্পর্শী শরণার্থী জীবনের বয়ানের সঙ্গে তাঁর থিয়েটার ভাবনার আলোকে নির্মিত হয়েছে ঋত্বিক নামের নাটক। প্রযোজনাটি মঞ্চে এনেছে তারুণ্যনির্ভর নাট্যদল থিয়েটার ৫২। দলের চতুর্থ প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান। রবিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়। উদ্বোধনী মঞ্চায়ন হয় শনিবার। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন গোলাম শাহরিয়ার সিক্ত। অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন জয়িতা মহলানবীশ, নজরুল ইসলাম সোহাগ, আদিব মজলিস খান, আদ্রিতা রহমান, মোহাম্মদ সৈকত আহম্মেদ রনি, মোহাম্মদ রাসেল খান আঁয়াশ, আইরিন সিদ্দিকী ও মোহাম্মদ ইব্রাহিম তারেক। প্রযোজনাটির মঞ্চ পরিকল্পনা করেছেন নজরুল ইসলাম সোহাগ। মিজানুর রহমানের সঙ্গীত পরিকল্পনায় আলোক পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য ও প্রন্স আদ্রিতা। পোশাক পরিকল্পনা করেছেন জয়িতা মহলানবীশ। নাট্যদলটির প্রতিষ্ঠাতা জয়িতা মহলানবীশ জনকণ্ঠকে বলেন, দর্শকদের নতুন কিছু দেয়ার প্রয়াসেই গড়ে ওঠেছে তারুণ্যনির্ভর দল থিয়েটার ৫২। সেই প্রচেষ্টার অংশ হিসেবে সমাজমনস্ক ঋত্বিক ঘটকের জীবনের পৃথক দুইটি অংশের সম্মিলনে মঞ্চে এসেছে এই নাটক। বিশেষ করে তাঁর অধিকাংশ চলচ্চিত্রে প্রকাশিত হয়েছে শরণার্থী জীবনের কষ্ট ও বেদনার কথা। সেই জীবন যাতনার সঙ্গে নাটকে সম্পৃক্ত হয়েছে তাঁর থিয়েটারকেন্দ্রিক বিপ্লবী চেতনার কথা। ত্রিংশ শতাব্দী নাটকের ৪৯তম মঞ্চায়ন ॥ নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ত্রিংশ শতাব্দীর ৪৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনাটির রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দীর মূল উপজীব্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালী রহমান, অর্ক অপু ও জাহিদ রিপন।
×