ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণআন্দোলনে বর্তমান সরকারকে সরানো হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:১৩, ২৩ জুলাই ২০১৮

  গণআন্দোলনে  বর্তমান  সরকারকে  সরানো হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে সরানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কুষ্টিয়ায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ওএ ঘটনায় বিচারবিভাগীয় তদন্তকমিটি গঠনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়ার একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি জামিনও পান। এরপর আদালতের চারদিকে ছাত্রলীগের তথাকথিত সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। মাহমুদুর রহমান আদালতের কাছে নিরাপত্তা চাইলে আদালত থানার ওসিকে নিরাপত্তা দিতে বলেন। কিন্তু ওসি আদালতকে জানিয়ে দেন তিনি আসতে পারবেন না। এরপর বিভিন্ন মহলে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কেউ এগিয়ে আসেননি। আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নৌকার জয় নিশ্চিত করতেই গণ গ্রেফতার-রিজভী ॥ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, শনিবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবী ও পরিবারের সদস্যরা সাক্ষাত করেছেন। তিনি এখনও গুরুতর অসুস্থ। তার জ্বর ও শরীরে প্রচ- ব্যথা, যা কোনভাবেই কমছে না। অসুস্থতার কারণে তিনি দোতলা থেকে নিচে নামতেই পারছেন না। তার শারীরিক সমস্যা আগের চেয়ে বেড়েছে। বার বার ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানানো হলেও সরকার এতে ভ্রুক্ষেপহীন। রিজভী বলেন, ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে খুলনা ও গাজীপুরের মতোই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিন নির্বাচনী এলাকাতেই বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার, ভয়-ভীতি প্রদর্শন, নির্বাচনী প্রচারে বাধা এবং ধানের শীষের সমর্থক ও এজেন্টদের সাদা পোশাকে তুলে নেয়া হচ্ছে। খালেদার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রবিবার সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জজ আদালত এলাকায় এই মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
×