ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

যশোরের আমজাদ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের দিন ৩ অক্টোবর

প্রকাশিত: ০৫:০৯, ২৩ জুলাই ২০১৮

 যশোরের আমজাদ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের দিন ৩ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ৩ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন মামলাটি পুনরায় তদন্ত করে ফরমাল চার্জ দেয়ার জন্য সময়ের আবেদন করলে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ রবিবার এ আদেশ প্রদান করেছে। আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ রয়েছে। আমজাদ হোসেনকে ২০১৭ সালের ২৫ এপ্রিল গ্রেফতার করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের আমজাদ রাজাকার নিজ বাড়িতে রাজাকার ক্যাম্প স্থাপন করেছিলেন। ওই ক্যাম্পের সদস্যরা বহু মানুষকে নির্যাতন, খুন, গুমসহ নানাবিধ অত্যাচার করে। ১৯৭১ সালের ১৫ আগস্ট আমজাদ রাজাকারের নেতৃত্বে ১০-১২ জন একত্রিত হয়ে পার্শ্ববর্তী মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের রজব আলীকে বাড়ি থেকে ধরে বাঘারপাড়ার চাঁদপুর গ্রামে নিয়ে আসে এবং ওই গ্রামের একটি আমবাগানে গামছা দিয়ে চোখ ও দড়ি দিয়ে হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে।
×