ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবর থেকে শিশুর লাশ উত্তোলন

প্রকাশিত: ০৪:৪৯, ২৩ জুলাই ২০১৮

 কবর থেকে শিশুর  লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২২ জুলাই ॥ ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে সায়েম নামের সাড়ে পাঁচ বছর বয়সের এক শিশুর লাশ দু’মাস ছয়দিন পর রবিবার কবর থেকে উত্তোলন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী। এ সময় ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ রঞ্জন কুমার, ভান্ডারিয়া থানার ওসি মোঃ শাহাবুদ্দিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর জাফর উপস্থিত ছিলেন। জানা যায়, শিশু সায়েমকে তার চাচা আইয়ুব আলী, চাচাত ভাই আমীর হোসেন, চাচি রাবেয়া, সেফালি বেগম, সোহাগ ও সুমন গত ১৫ মে সায়েমকে হত্যা করে খালের পানিতে ফেলে দেয়। হত্যার অভিযোগ এনে নিহত সায়েমের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে গত ২০ জুন পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ভান্ডারিয়ায় গাজীপুর গ্রামের দিন মজুর মোঃ শাহেব আলী হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগম মামলার আর্জিতে উল্লেখ করেন বিবাদীরা তার স্বামীর ভাই, ভাইয়ের পুত্র, পৌত্র, স্ত্রী এবং পুত্রবধূ। তাদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আদালতে মামলাও চলমান রয়েছে। তারা শত্রুতা মিটাতে গত ১৫ মে তাদের অনুপস্থিতিতে সায়েমকে নির্যাতন করে হত্যা করে। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে প্রমাণের জন্য খালে ফেলে দেয়। বাড়িতে এসে নিহত সায়েমের মা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে মামলার ২নং আসামি সুমন (২০) মৃতাবস্থায় সায়েমকে তার মায়ের কাছে নিয়ে আসে। এ ঘটনার পর সায়েমের মা বাবার কথা উপেক্ষা করে স্থানীয় মাতুব্বরগণ তাকে তড়িঘড়ি করে দাফন দেয় বলে বাদীনী দাবি করছেন। মামলায় তিনি আরও উল্লেখ করেন থানায় অভিযোগ দিতে আসার পর ভা-ারিয়া থানার ওসি মামলা নিতে অস্বীকার করেন।
×