ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুড়ি তিস্তার তীর রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

প্রকাশিত: ০৪:৪৩, ২৩ জুলাই ২০১৮

 বুড়ি তিস্তার তীর রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ  মেরামত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গত বছরের আগস্টের বন্যায় নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০০ মিটার বিধ্বস্ত হয়েছিল। বাঁধ ভেঙ্গে নদীর পানি ঢুকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান গ্রামসহ পাশের জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামের প্রায় ২০০ একর জমির ফসল নষ্ট হয়। ওই এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন ছুটে গিয়েছিল নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও পানি উন্নয়ন বোর্ডের কাছে। তাদের দাবি ছিল বাঁধটি শক্ত ও মজবুত করে সংস্কার করে দিতে হবে। কৃষকদের অভিযোগ, তাদের কাছে একাধিকবার ধরনা দেয়ার পরেও বাঁধ সংস্কারের কোন ব্যবস্থা করেনি তারা। এমনকি এমপি একনজর দেখতে আসেননি এলাকা। এ ঘটনার এক বছর অতিবাহিত হলেও বাঁধটি সংস্কার তো দূরের কথা, বিধ্বস্ত এলাকাটি মেরামতও পর্যন্ত করা হয়নি। ফলে এবার ওই বাঁধটি স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত কৃষকরা মেরামতে নিজেরাই নেমে পড়েছে। রবিবার বেলা ১১টা দিকে এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। তারা জানায় আমরা নিরুপায় হয়ে নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ শুরু করেছি। তারা বিধ্বস্ত স্থানে এরই মধ্যে বাঁশের খুঁটি স্থাপন করেছে। এরপর খুঁটির সঙ্গে মাটি ও বালু ধরে রাখার জন্য জাল টানিয়ে জমির বালি অপসারণ করে সেখানে ফেলছে। কাজের অগ্রগতির বিষয়ে সাতজান গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, শুক্রবার থেকে কাজ শুরু করেছি। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে পারব।
×