ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে পিটিআই নেতার গাড়িবহরে আত্মঘাতী হামলা

প্রকাশিত: ০৪:৩৬, ২৩ জুলাই ২০১৮

 পাকিস্তানে পিটিআই  নেতার গাড়িবহরে  আত্মঘাতী হামলা

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইকরামউল্লাহ খান গান্দাপুরের গাড়িবহরকে লক্ষ্য রবিবার আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়। এলাকাটি ডেরা ইসমাইল খান উপকণ্ঠে অবস্থিত। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার ডেরা ইসমাইল খান (ডিপিও ডিআই খান) জানান, পিকে-৯৯ প্রার্থী এক পথসভায় যাওয়ার পথে কোলাচি এলাকার কাছে তার গাড়ি লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় গান্দাপুরের গাড়ির চালক ও গান্দাপুরসহ ২ পুলিশ সদস্য আহত হন। সূত্র নিশ্চিত করে বলেছে, চালক রিজওয়ান আহত হওয়ার পর মারা গেছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ পিটিআই নেতার নিরাপত্তার জন্য ১৩ বন্দুকধারীকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু তিনি স্থানীয় কর্তৃপক্ষকে না জানিয়ে অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিরাপত্তা বাহিনীকে শনিবার গান্দাপুরে হত্যা করার হুমকি পাঠানো হয়েছিল। গান্ধাপুর খাইবার পাখতুনখোয়ার (কেপি) পিটিআইয়ের শাসনামলে কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভাই ইসরারউল্লাহ গান্ধাপুর ২০১৩ সালের অক্টোবরে তার বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেপির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দোস্ত মোহাম্মদ খান হামলার নিন্দা করেছেন এবং ঘটনার দ্রুত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। পিটিআই প্রধান ইমরান খান তার দলের প্রার্থীর ওপর এ আত্মঘাতী হামলার নিন্দা করেন। তিনি এক টুইটে বলেন, ইকরাম খান গান্দাপুর ও তার গাড়িবহরের ওপর আজকের (রবিবার) কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ ইকরাম ও অপর আহত ব্যক্তিদের দ্রুত সুস্থ করে তুলুক।
×