ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবকদের সরিয়ে নিয়েছে ইসরাইল

প্রকাশিত: ০৪:৩৫, ২৩ জুলাই ২০১৮

 সিরিয়ার হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবকদের সরিয়ে নিয়েছে ইসরাইল

দক্ষিণ-পশ্চিম সিরিয়ার যুদ্ধক্ষেত্রগুলো থেকে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেটস -এর স্বেচ্ছাসেবকদের সরিয়ে নিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অনুরোধে তারা এ কাজ করছে বলে রবিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীগুলো (আইডিএফ) জানিয়েছে। খবর বিবিসির। ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, তেল আবিব তাদের দখলে থাকা গোলান মালভূমি দিয়ে এক রাতের মধ্যেই হোয়াইট হেলমেটসের সদস্য ও তাদের পরিবার পরিজন মিলিয়ে প্রায় ৮০০ জনকে সরিয়ে নিয়েছে। সিরিয়ার যুদ্ধ ক্ষেত্রগুলোর মধ্যে আটকে পড়া সাধারণ মানুষকে বাঁচাতে ২০১৩ সাল থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে কর্মকা- চালিয়ে আসছিল হোয়াইট হেলমেটস। বেসামরিক রক্ষা বাহিনী হিসেবে কাজ করা গোষ্ঠীটি নিজেদের স্বেচ্ছাসেবী ও নির্দলীয় হিসেবে পরিচয় দিলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার মিত্র রাশিয়া সংগঠনটির বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতা এবং বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগ করে আসছিল। সরিয়ে নেয়া হোয়াইট হেলমেটসের সদস্যরা সিরিয়ার দক্ষিণ-পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে কাজ করছিল এবং সরকারী বাহিনীর আক্রমণের ফাঁদে আটকা পড়েছিল। বেসরকারী সংগঠনটির সদস্য ও তাদের পরিবার পরিজনের জীবন ‘ঝুঁকির মুখে থাকায় মানবিক এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে’ বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। বেসামরিক নাগরিকদের ‘ইসরাইলের ভেতর দিয়ে পার্শ্ববর্তী এক দেশে সরিয়ে নেয়া হয়েছে’ বলে দাবি করেছে তারা। সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে ইসরাইল সরাসরি জড়িত না হলেও সিরিয়া ও ইসরাইলের মধ্যে কার্যত কয়েক দশক ধরেই যুদ্ধাবস্থা বিরাজ করছে। হোয়াইট হেলমেটসের সদস্যদের সরিয়ে নেয়ার বিষয়ে সংশ্লিষ্টতা থাকলেও ‘সিরীয় সংঘাতে হস্তক্ষেপ না করার নীতিতে ইসরাইল অবিচল আছে’ বলেও জানিয়েছে আইডিএফ। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাশোন পরে হোয়াইট হেলমেটসের সদস্য ও তাদের পরিবারগুলোকে সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করলেও স্বেচ্ছাসেবীদের কোন দেশ গ্রহণ করেছে সে বিষয়ে মুখ খোলেননি। আইডিএফও এ বিষয়ে কিছু জানায়নি। জর্দানের সরকার পরে ৮০০ সিরীয় নাগরিককে তাদের ভূখ-ের ভেতর দিয়ে পশ্চিমা দেশগুলোতে সরিয়ে নেয়ার একটি কার্যক্রমে জাতিসংঘের অনুমতি দেয়ার খবর নিশ্চিত করে। হোয়াইট হেলমেটস ও তাদের পরিবারের ‘জীবনের ঝুঁকি থাকায়’ ব্রিটেন, জার্মানি ও কানাডা স্বল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ করতে আইনত বাধ্য, বলেছে জর্দান।
×