ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর চতুর্থ পর্যায়ে ওষুধ রফতানি শুরু

প্রকাশিত: ০৪:২৬, ২৩ জুলাই ২০১৮

 যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর চতুর্থ পর্যায়ে ওষুধ রফতানি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে ডায়াবেটিক রোগের ওষুধ মেটফরমিন হাইড্রোক্লোরাইড (৫০০ মি.গ্রা. ও ৭৫০ মি.গ্রা.) রফতানি শুরু করেছে ওষুধ প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কার্ভেডিলল, সোটালল ও মোথোকার্বোমলের পর এটা বেক্সিমকো ফার্মার চতুর্থ ওষুধ, যেটা বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে রফতানি শুরু করেছে কোম্পানিটি। মেটফরমিন হাইড্রোক্লোরাইড, ব্রিস্টল-মিয়ার্স স্কুইবের গ্লুকোফেজের জেনেরিক সমতুল্য। ২০১৬ সালের ডিসেম্বর বেক্সিমকো ফার্মা এই ওষুধের জন্য ইউএস ফুড এ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের অনুমোদন লাভ করে। যুক্তরাষ্ট্রে মেটফরমিন হাইড্রোক্লোরাইডের বাজার ৪৫৬.০৮ মিলিয়ন ইউএস ডলারের। এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, এমপি, বলেন যুক্তরাষ্ট্রে চতুর্থ ওষুধ রফতানির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে আমাদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। ২০১৫ সালে ইউএস এফডিএ অনুমোদন লাভের পর থেকে আমাদের সক্ষমতা ও উৎপাদন খরচ সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ এবং আমরা আশা করছি আগামী বছরগুলোতে বেক্সিমকো ফার্মার বড় বাজার হবে দেশটি।
×