ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহারাজের রেকর্ড, আমলার নয় হাজার

প্রকাশিত: ০৬:৩২, ২২ জুলাই ২০১৮

মহারাজের রেকর্ড, আমলার নয় হাজার

স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিনই ৮ উইকেট নেয়া কেশভ মহারাজ শনিবার কলম্বো টেস্টে শ্রীঙ্কার শেষ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন। তবে স্বাগতিকদের ৩৩৮ রানের জবাবে প্রোটিয়ারা অলআউট হয়ে গেছে মাত্র ১২৪ রানে। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যক্তিগত ১৯ রান করে মাত্র তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ৯০০০ রানের ল্যান্ডমার্ক অতিক্রম করেছেন তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। শেষ পর্যন্ত মহারাজের বোলিং বিশ্লেষণ ৪১.১-১০-১২৯-৯। টেস্ট ক্রিকেটে এতদিন দক্ষিণ আফ্রিকা হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড ল্যান্স ক্লুজনারের ৮/৬৪, কলকাতায় ১৯৯৬ সালে ভারতের বিপক্ষে। তাকে পেছনে ফেলে প্রোটিয়াদের হয়ে নতুন ইতিহাস গড়লেন ২৮ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার মহারাজ। তৃতীয় স্থানে নেমে গেলেন গ্রেট এ্যালান ডোনাল্ড ৮/৭১, হারারেতে ১৯৯৫, জিম্বাবুইয়ের বিপক্ষে। অর্থাৎ আগের দু’জনই গ্রেট পেসার ছিলেন। সেখানে স্পিনার হিসেবে মহারাজের বোলিং সত্যি অসাধারণ। একই সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে কোন স্পিনারের সেরা বোলিংয়ের নতুন রেকর্ডও। ক্যারিয়ারের ২২তম টেস্টে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন মহারাজ। অন্যদিকে নয় হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাটিং করতে নেমে করেছেন ১৯ রান। বর্তমানে ২০৪ ইনিংসে আমলার সংগ্রহ ৯০১৬। নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে হাশিম আমলা ব্যাটিং করেছেন ১১৮ টেস্টের ২০৪ ইনিংসে। তার ব্যাটিং গড় ৪৭.৪৫। ২০৪ ইনিংসে করেছেন ২৮ শতক আর ৩৯ অর্ধশতক। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে নয় হাজার রান করেছিলেন গ্রেট জ্যাক ক্যালিস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এ ক্লাবে প্রবেশ করেছিলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। নয় হাজার রান করতে জ্যাক ক্যালিসের লেগেছিল ১৮৮ ইনিংস। গ্রায়েম স্মিথের ১৯৫ ইনিংস। সবচেয়ে কম ইনিংসে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (১৭২ ইনিংস)। টেস্ট ইতিহাসের পনেরোতম ব্যাটসম্যান হিসেবে নয় হাজার রান করলেন আমলা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাক ক্যালিস তার ক্যারিয়ারে ৫৫.৩৭ গড়ে ১৬৬ টেস্টে করেছেন ১৩ হাজার ২৮৯ রান। এছাড়া আরেক সাবেক গ্রায়েম স্মিথের ঝুলিতে ১১৭ টেস্টে ৪৮.২৫ গড়ে ৯২৬৫ রান। ৩৫ বছর বয়সী আমলার টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৪ সালে। এ পর্যন্ত খেলেছেন ১১৮ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৪৩টি টি২০। টেস্ট-ওয়ানডে দুই ভার্সন মিলিয়ে সেঞ্চুরি ৫৪টি। মাঝে কিছুদিন অধিনায়কত্বও করেছিলেন দারুণ স্টাইলিশ এই ব্যাটসম্যান। তবে ব্যর্থতার পর স্বেচ্ছায় সেই দায়িত্ব ছাড়েন।
×