ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যাজার্ডকে চায় রিয়াল মাদ্রিদ, উইলিয়ানকে বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৩১, ২২ জুলাই ২০১৮

হ্যাজার্ডকে চায় রিয়াল মাদ্রিদ, উইলিয়ানকে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্মেন্সে আলো ছড়ানো ফুটবলারদের মধ্যে ইডেন হ্যাজার্ড আর উইলিয়ান অন্যতম। বেলজিয়ামকে টুর্নামেন্টের সেমিফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন হ্যাজার্ড। কিন্তু দুর্ভাগ্য লুকাকু-হ্যাজার্ডদের, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও শেষ চারে ফ্রান্সের কাছে হেরে যান তারা। অন্যদিকে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও ব্রাজিলের জার্সিতে অসাধারণ পারফর্ম করে নজর কেড়েছেন উইলিয়ান। এই দুই ফুটবলারকেই কেনার জন্য মরিয়া হয়ে ওঠেছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা। তৃতীয় হওয়ার লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সেরা সাফল্য নিয়ে বাড়ি ফিরে বেলজিয়াম। তবে বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করার কারণে হ্যাজার্ডের ওপর নজর পড়ে ইউরোপের অনেক বড় বড় ক্লাবের। যে কারণে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় তার দলবদলের গুঞ্জন। চেলসি ছেড়ে নতুন কোথাও ঠিকানা গড়ার জন্য হ্যাজার্ডও বেশ আগ্রহী। এরই ধারাবাহিকতায় রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেরা ফুটবলার নির্বাচিত হওয়া হ্যাজার্ডকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। সম্প্রতি স্প্যানিশ ক্লাব তাদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিক্রি করে দেয় জুভেন্টাসের কাছে। তাই রোনাল্ডোর শূন্যস্থান পূরণ করতেই ২৭ বছর বয়সী হ্যাজার্ডকে চায় লস ব্ল্যাঙ্কোসরা। শুধু তাই নয়, বেলজিয়ামের এই তারকা ফুটবলারকে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ ১৯০ মিলিয়ন ইউরো খরচ করতেও প্রস্তুত। কেউ কেউ আবার বলছে রিয়াল ২০০ মিলিয়ন ইউরো দিতেও রাজি! তবে চেলসি খুব সহজে হ্যাজার্ডকে ছাড়তে রাজি নয়। ব্লুজদের নতুন কোচ মাউরিজিও সারি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে হ্যাজার্ডের যদি কোন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সেটা দূর করতে সব ধরনের চেষ্টা তিনি করবেন। কিন্তু বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কেননা ক্লাবগুলো যে এখন মাঠে নেমেছে টাকার বস্তা সঙ্গে নিয়ে! এ ছাড়া হ্যাজার্ড আরও আগেই এইচএলএনকে দেয়া এক সাক্ষাতকারে সাফ জানিয়ে দিয়েছেন, ‘চেলসিতে চমৎকার ছয়টি বছর কাটানোর পর নতুন কিছুর জন্য চেষ্টা করা যেতে পারে।’ আগামী জানুয়ারিতেই ২৮ বছরে পা দিতে যাওয়া হ্যাজার্ডও সেই চেষ্টা করে যাচ্ছেন। শুধু রিয়াল মাদ্রিদ কেন? হ্যাজার্ডকে কেনার জন্য গোপনে চেষ্টা চালাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাও। গত বছর নেইমারকে হারানোর পর সম্প্রতি আন্দ্রেস ইনিয়েস্তাও ন্যুক্যাম্প ছেড়ে নতুন করে ঠিকানা গড়েছেন জাপানে। বর্তমান দল নিয়ে আস্থা পাচ্ছে না স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নরা। তাই খেলোয়াড় কেনার চেষ্টা অব্যাহত রাখছে কাতালান ক্লাবটি। রাশিয়া বিশ্বকাপের পর হ্যাজার্ড এখনও ছুটিতে রয়েছেন। তবে রিয়াল মাদ্রিদে তিনি যাচ্ছেন কিনা, সেটা জানা যাবে খুব দ্রুতই। কেননা হ্যাজার্ডের আইনজীবীকে নিয়ে তার বাবা রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে আজই দেখা করতে যাচ্ছেন! রোনাল্ডোর বদলি হিসেবে রিয়ালের মূল লক্ষ্য ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার কিংবা তারই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে বার্নাব্যুতে কিনে আনা। কিন্তু এমবাপে-নেইমার দু’জনই রিয়াল মাদ্রিদকে ‘না’ বলে দিয়েছেন। বরং পিএসজিতেই থাকার কথা জানান তারা। যে কারণেই হ্যাজার্ডের বিকল্প ভাবছে না রিয়াল মাদ্রিদ। এদিকে চেলসি থেকে হ্যাজার্ডেরই সতীর্থ উইলিয়ানকে দলে ভেড়াতে তৃতীয় দফায় ৫৫ মিলিয়নের প্রস্তাব দিয়েছে বার্সিলোনা। নেইমার যাওয়ার পর বার্সিলোনার তৃতীয় স্ট্রাইকারের জায়গাটি শূন্য পড়ে আছে অনেকদিন। মাঝখানে ডেম্বেলেকে দিয়ে সে অভাব পূরণ করতে চাইলেও তা পারেনি। ডেম্বেলে ওই পজিশনে নিজেকে কোনমতেই খাপ খাওয়াতে পারেননি। তাই বার্সাকেও বিকল্প খুঁজতে নামতে হয়েছে। বিকল্প হিসেবে এখন তাদের পছন্দের শীর্ষে আছেন ব্রাজিলিয়ান উইলিয়ান। এই তারকা এখন চেলসিতে খেললেও সেখানে খুব একটা সুখে নেই। ম্যানইউ তারজন্য আগ্রহ প্রকাশ করেছিল তবে তারা বিডে অংশ নেয়নি। তবে এই তারকার বিশ্বকাপ পারফর্মেন্স দেখে বার্সা কোচ ভালভার্ডের এতটাই পছন্দ হয়েছে যে সে উইলিয়ানকে যে কোন মতে দলে চান। এছাড়া টটেনহ্যামের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এরিক লামেলা। নতুন চুক্তি অনুযায়ী প্রিমিয়ার লীগের ক্লাবের সঙ্গে ২০২২ পর্যন্ত থাকবেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এর আগে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হেয়াং-মিনও টটেনহ্যামের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেন। যদিও সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে লামেলার সময়টা ভাল যাচ্ছিল না। গত মৌসুমে স্পার্শদের হয়ে লামেলা ২৫টি প্রিমিয়ার লীগের ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে আবারও চ্যাম্পিয়ন্স লীগের খেলার যোগ্যতা অর্জন করেছে টটেনহ্যাম। ২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন কোন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেনি টটেনহ্যাম। তবে কোচ মরিসিও পোচেত্তিনোর জন্য পুরনো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
×