ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিষিদ্ধ ওয়ার্নারের লক্ষ্য এখন বিশ্বকাপ

প্রকাশিত: ০৬:৩০, ২২ জুলাই ২০১৮

নিষিদ্ধ ওয়ার্নারের লক্ষ্য এখন বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড ওয়র্নারের চোখ এখন পরবর্তী বিশ্বকাপে। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং ইস্যুতে অধিনায়ক স্টিভেন স্মিথসহ এক বছরের জন্য নিষিদ্ধ হন হার্ড-হির্টার এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। টিম পেইনের নেতৃত্বে মাঠের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের এখন করুণ অবস্থা। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে অসিদের পরিকল্পনায় যে দুই তারকা ভালভাবেই আছেন সেটি অনুমেয়। সম্প্রতি কানাডায় টি২০ লীগ খেলে দেশে ফেরা ওয়ার্নার ঘরোয়া প্রাদেশিক নর্দার্ন টেরিটরি লীগে মাঠে নেমে ৩২ বলে ৩৬ রানের এক ইনিংস খেলেন। সেখানেই সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আপনি যদি গত এক বছর লক্ষ্য করেন, আমি অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি ভার্সনে প্রায় সব ম্যাচেই খেলেছি। নিষেধাজ্ঞার এই সময়ে ফ্রেশ হয়ে ফিরতে পারব। আমার লক্ষ্য ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ।’ ওয়ার্নার আরও যোগ করেন, ‘আমি মনে করি না সেই শিশু বয়স থেকে যে খেলাটা আমি শিখেছি সেটি রাতারাতি ভুলে যাব। কিংবা ফর্মও হারিয়ে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ যে আমাদের ঘরোয়া পর্যায়ে খেলার সুযোগ করে দিয়েছে। সামনে ক্যারিবিয়ান টি২০ লীগ আছে। আমার বিশ্বাস আন্তর্জাতিক চাপমুক্ত থেকে এই সময়ে আরও তরতাজা হয়ে ফিরতে পারব। অস্ট্রেলিয়ার হয়ে আমি আরও অনেকদিন খেলতে চাই। অনেক অনেক রান করতে চাই।’ এ বছর মার্চের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিংয়ে জড়িত থাকার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। মাঠে কলঙ্ক বাস্তবায়নকারী ক্যামেরন ব্যানক্রফটের সাজাটা নয় মাসের। দেশে ফিরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন স্মিথ। সদ্যই সাবেক হয়ে যাওয়া অধিনায়ক তবু দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তার একদিন পর ভুল স্বীকার করে ওয়ার্নারও কেঁদেছিলেন, তবে ৩১ বছর বয়সী ন্যাটা ওপেনার তার ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছিলেন তখন। বলেছিলেন, ‘স্ত্রী-পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’ ওই ঘটনায় ওয়ার্নারকেই নাটের গুরু বলে মনে করা হয়। গত বছর বেতনভাতা ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রায় অচল হয়ে পড়েছিল। সেই আন্দোলনে স্মিথকে সামনে রেখে পেছন থেকে ওয়ার্নারই নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্লেষকদের ধারণা ছিল, স্মিথ ফিরলেও ওয়ার্নারের হয়তো আর কখনই অস্ট্রেলিয়ার হয়ে খেলা হচ্ছে না। কিন্তু ওয়ার্নার এখন অনেক বড় স্বপ্ন দেখছেন। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে মাঠে নামতে চাইছেন। পেইনের নেতৃত্বে দেশটির মাঠের ক্রিকেটের অবস্থা বড়ই নাজুক। টেস্ট-কি ওয়ানডে একের পর এক সিরিজে বিধ্বস্ত হচ্ছে তারা। সুতরাং অনেকটা নিরুপায় হয়ে হলেও বিশ্বকাপ ধরে রাখতে স্মিথ-ওয়ার্নারকে পরিকল্পনায় রেখেই এগোতে হবে।
×