ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পেও বিশ্বকাপের আমেজ

প্রকাশিত: ০৬:৩০, ২২ জুলাই ২০১৮

রোহিঙ্গা ক্যাম্পেও বিশ্বকাপের আমেজ

শাকিল আহমেদ মিরাজ ॥ রাশিয়া বিশ্বকাপের পর্দা নেমে গেছে কয়েকদিন হলো। তবে বিশ্বকাপের আমেজ ছেয়ে আছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপ কেন্দ্র করে পৃথিবীর নানান দেশে ফুটবল বিশ্বকাপে প্রিয় দলগুলো ভাগ করে খেলা হচ্ছে ফুটবল। কোন সময় আর্জেন্টিনা ব্রাজিল বা ক্রোয়েশিয়া-ফ্রান্সের খেলা খেলছেন সমর্থকরা। তবে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা শিশুরা খেলেছিল ফিফা ওযার্ল্ড কাপেই। কারণ তাদের বিজয়ীদের পুরস্কারে লিখা ছিল ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮!’রোহিঙ্গা ক্যাম্পের শিশু-কিাশোরদের আয়োজনের ওই খেলায় অংশ নেয় দুইপক্ষ। খেলা শেষে পুরস্কার দেয়া হয় বিজয়ী দলকে। খেলায় অংশ নেয়া আর্জেন্টিনার সমর্থক রেজা নামে এক শিশু বলছিল, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমি ফ্রান্স আর ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল দেখেছি। ফ্রান্স জিতেছে আর ক্রোয়েশিয়া হেরেছে।’ দেশহারা শিশুরাও ফুটবলে মেতেছিল আনন্দে। তবে এখনও তাদের ভাগ্যে কি আছে জানা নেই তাদের। বহুদিন বাংলাদেশে অবস্থান করলেও মিয়ানমার সরকার এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছায়নি তাদের ফিরিয়ে নিতে। সারাবিশ্বের মতো বিশ্বকাপ ফুটবলের আমেজে মাতোয়ারা ছিল রোহিঙ্গারা। আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে রোহিঙ্গা শিবির। সেই সঙ্গে ওড়ে আরও অন্যান্য দলের পতাকাও। রোহিঙ্গা শিবিরের পাহাড়ের মাঠে যেমনি চলে জমজমাট ফুটবল আসর, তেমনি ছিল বড় পর্দায় খেলা দেখার প্রতিযোগিতা। উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বিশাল পাহাড়ী মাঠে সকাল থেকেই চলতো ক্ষুদে বাস্তুহারাদের ফুটবল কারিশমা। যেটির রেশ এখনও রয়ে গেছে। ইদ্রিস নামের এক কিশোরের বক্তব্য, ‘আমাদের রোহিঙ্গারা সবচেয়ে বেশি ভক্ত আর্জেন্টিনার। দ্বিতীয় নম্বরে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে জার্মানি এবং পর্তুগাল।’ ব্রাজিলের জার্সি ও আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে রোহিঙ্গা কিাশোরদের ফুটবল ছিল বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। দলের অনেকে আবার মাথার চুল কেটে, কেউ তাদের ফেবারিট খেলোয়াড় নেইমার আবার কেউ মেসির রূপ ধারণ করে। খেলাপাগল রোহিঙ্গারা সারাদিন পছন্দের দলের জার্সি গায়ে ঘুরে বেড়ায়। যাদের বেশিরভাগের প্রিয় দল আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ও প্রিয় খেলোয়াড় মেসি, নেইমার ও রোনাল্ডো। তাদেরই একজন জাহাঙ্গীর আলম (১৭)। নিজের নামের শেষে নেইমারও যোগ করে দিয়েছে, ‘আঁর নাম জাহাঙ্গীর আলম নেইমার! আঁই ব্রাজিল পছন্দ গরি। নেইমার আঁর প্রিয় খেলোয়াড়’ বলে সে। যদিও শেষ পর্যন্ত তাদের প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়রা হতাশই করেছেন। চমক দেখিয়ে রাশিয়া বিশ্বকাপে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া, শিরোপা গেছে ফ্রান্সের ঘরে। রোহিঙ্গা শিবিরে আগামী বিশ্বকাপে এই দু’দলের সমর্থক যে বাড়বে সেটি অনুমেয়।
×