ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ০৬:২৫, ২২ জুলাই ২০১৮

অনুদানের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জুলাই ॥ বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ পরিচালিত সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকূলে ঠাকুরগাঁওয়ের ৩০ সেবামূলক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। জেলা প্রশাসক আখতারুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কল্যাণ সমিতি, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিসহ ৩০ সংগঠনের পরিচালকদের হাতে সর্বমোট ১৯ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ জুলাই ॥ গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের আওতায় হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠা করা হয়। কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ৮৮ একর জমির মধ্যে ১৫ দশমিক ৪৬ একর জমি নিয়ে এই হর্টিকালচার সেন্টার ও তার অফিস ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। শনিবার হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এই হর্টিকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কৃষি সম্প্রসারণ বিভাগের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়নে সহায়তা প্রকল্পের আওতায় এই হর্টিকালচার সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
×