ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় শিবির ক্যাডার গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৫, ২২ জুলাই ২০১৮

সাতকানিয়ায় শিবির ক্যাডার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাতকানিয়ায় পরিচালিত অভিযানে অস্ত্র, বিস্ফোরক, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ১০ মামলার আসামি ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। জানা যায়, গ্রেফতার বেলাল মেম্বার (৩২) উপজেলার সাতকানিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। পুলিশের তালিকায় অস্ত্রধারী ক্যাডার বেলালের বিরুদ্ধে অস্ত্র, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ ১০টি মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন মাদক মামলায় এবং ২৫ জন বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি। সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়। এর মধ্যে আটক করা হয়েছে ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে। আটক বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার নাথুরডাঙ্গা গ্রামের মোঃ আনিছুর রহমান, একই উপজেলার রইচপুর গ্রামের মোঃ কবির হোসেন, কুলিয়াডাঙ্গা গ্রামের মোঃ আঃ সামাদ, আঃ সামাদের ছেলে মোঃ আতিকুল ইসলাম শিমুল, নেবাখালী মাঝেরপাড়া গ্রামের মোঃ আকতারুজ্জামান, শিয়ালডাঙ্গা গ্রামের মোঃ হামিদুল সরদার, বাঁশদাহ গ্রামের মোঃ সিরাজুল ইসলাম, ভালুকাচাদপুর গ্রামের মোঃ রেজাউল, কালেরডাঙ্গা গ্রামের মোঃ বাবর আলী ও একই গ্রামের আকবর আলী ।
×