ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগর জামায়াতের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪, ২২ জুলাই ২০১৮

রাজশাহী নগর জামায়াতের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, রাজশাহী নগর জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম (৫০) ও মতিহার থানা জামায়াতের আমির ওয়ালিউল ইসলাম টিপু (৪৭)। এদের মধ্যে আবু মোঃ সেলিমের বাড়ি নগরের কলাবাগান এলাকায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আর ওয়ালিউল ইসলাম টিপুর বাড়ি নগরের ডাশমারী এলাকায়। রাতে মতিহার থানা পুলিশ তাকে মিজানের মোড় থেকে গ্রেফতার করে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত নেতা সেলিমের বিরুদ্ধে জেলার পুঠিয়া থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইফতেখায়ের আলম জানান, টিপুর বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকেও সেখানকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে জামায়াতের এই দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নাশকতা মামলার পলাতক আসামি মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মোঃ বাবরকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর জমির উদ্দিন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার চলতি দায়িত্বে থাকা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, একটি নাশকতা মামলার পলাতক আসামি জহির উদ্দিন মোঃ বাবরকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল ইসলাম খসরু বলেন, নির্বাচন কমিশনার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবেন। কিন্তু যেভাবে কার্যকলাপ করছেন তাতে তা মনে হচ্ছে না। তিনি আরও বলেন, জহির উদ্দিন মোঃ বাবরের বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করেছে পুলিশ।
×