ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে চিকিৎসকের পদশূন্য ॥ সেবা বঞ্চিত রোগী

প্রকাশিত: ০৬:২৩, ২২ জুলাই ২০১৮

ফেনীতে চিকিৎসকের পদশূন্য ॥ সেবা বঞ্চিত রোগী

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২১ জুলাই ॥ ফেনী জেলার সরকারী হাসপাতালগুলোতে ডাক্তার না থাকায় সাধারণ রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। জেলায় ৬ উপজেলায় ১২১ ডাক্তারের মধ্যে ৫৯ ডাক্তারের পদশূন্য। স্বল্পসংখ্যক ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও মূলত জেলার স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত ৮ জুলাই উপসচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক আদেশে সারা দেশের ১৭৮ ডাক্তার নিজ কর্মস্থলে না থেকে অন্যত্র তাদের সুবিধামত জায়গায় সংযুক্তি নিয়ে কাজ করায় তাদের সংযুক্তি আদেশ বাতিল করে তাদের সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালকের দফতরে ন্যস্ত করেছে। ওই আদেশে অন্যন্য বিভাগীয় পরিচালকের দফতর এবং ফেনীর ৮ জনসহ ৩৭ মেডিক্যাল অফিসারকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে ন্যস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাগলনাইয়া ডাঃ নুরুল আলম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে ডাক্তারদের পদায়ন বা বদলির আদেশ বাস্তবায়ন হবে না। স্বার্থান্বেষী মহল তাদের প্রয়োজনে বিভিন্ন পন্থায় তাদের সুবিধাজনক স্থানে থাকার আদেশ করে নেবে। গ্রামে অর্থাৎ পেরিফেরিতে তাদের নেয়া যাবে না। তিনি উল্লেখ করে বলেন, ছাগলনাইয়া ও দাগনভুঞাতে চাঁদপুর থেকে ২ জন মেডিক্যাল অফিসার বদলি করা হয়েছিল তারা নতুন কর্মস্থলে যোগদান করেননি। যারা প্রায় সকলে চট্টগ্রাম মহানগরে অবস্থান করেন। অথচ ফেনীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২/৩ জন ডাক্তার দিয়ে চালানো হচ্ছে। সাপ্তাহে ১ জন ডাক্তার ৪৮ ঘণ্টা ডিউটি করার কথা থাকলেও ছাগলনাইয়া উপজেলায় ১ জন ডাক্তার সাপ্তাহে ৬২ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। ফেনী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা কমপ্লেক্সে ডাক্তার শূন্যতা প্রসঙ্গে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ হাবিবুল কবির জানান, অনেক ডাক্তার উচ্চতর কোর্সে যাওয়ায়, কেউ ট্রেনিংয়ে আবার অনেকে সংযুক্তি নিয়ে অন্যত্র চলে যাওয়ায় ডাক্তার শূন্যতা সৃষ্টি হয়েছে।
×