ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন

প্রকাশিত: ০৬:২৩, ২২ জুলাই ২০১৮

গাজীপুরে ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৮ শনিবার মহানগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। ঢাকা উত্তর আঞ্চলিক মানবাধিকার সম্মেলনের সমন্বয়কারী ও সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর এমইএইচ আরিফ, মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি নূরুল ইসলাম, বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা। সম্মেলনে বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর সফতর থেকে ঢাকা উত্তর অঞ্চলের শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী হিসেবে ৮ জনকে মানবাধিকার মেডেল ২০১৮ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর এমইএইচ আরিফ, সহসভাপতি আজাদ ফারুক, সাংগঠনিক সম্পাদক ডিএম এরশাদুল আলম ও মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম ছাত্তার। এ ছাড়া মানবসেবায় অসামান্য অবদানের জন্য ১২ জনকে মানবাধিকার পদক ও ৯ জনকে সম্মাননা পদক প্রদান করা হয়।
×