ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

দুই ব্যবসায়ীসহ নিহত ৮

প্রকাশিত: ০৬:২২, ২২ জুলাই ২০১৮

দুই ব্যবসায়ীসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে দুই আম ব্যবসায়ী, কুমিল্লায় আরোহীসহ তিন, সৈয়দপুরে চালক, ঝিনাইদহে বাইসাইকেল আরোহী, মোহনগঞ্জে বৃদ্ধা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুরে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকার এনামুল হকের ছেলে মুকুল (৩০) ও কৃষ্ণচন্দ্রপুরের মকবুলের ছেলে বাহাদুর (৩২)। শিবগঞ্জ থানার এসআই জুয়েল রানা জানান, শনিবার দুপুর একটার দিকে বাহাদুর ও মুকুল মোটরসাইকেলযোগে কানসাট থেকে সোনামসজিদ আমবাগানে যাচ্ছিলেন। এ সময় ধোপপুকুর মোড়ের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। কুমিল্লা পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলা এলাকায় শুক্রবার গভীর রাতে ও শনিবার বিকেলে পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী জেলার মুরাদনগরের আমির হোসেন (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ফরিদপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস চৌদ্দগ্রাম উপজেলার ঘিনাগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী ফরিদপুর জেলা সদরের দীঘুনিয়া গ্রামের বানছারাজ সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর (৪৫), পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের জিন্দার আলীর ছেলে আসাদ মল্লিক (৩৫) নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন। সৈয়দপুর ট্রাকটরের চাপায় রুবেল হোসেন (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের স্টেডিয়াম সম্মুখ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে শহরের জসিম বাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে ও ইউনিলিভার কোম্পানির স্থানীয় এজেন্টের প্রসাধনী সামগ্রী বিক্রেতা। এ সময় স্থানীয়রা দুর্ঘটনা স্থানে প্রায় এক ঘণ্টা সড়ক অবোরোধ করেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, ওই দিন শহর থেকে বেপরোয়া গতিতে ট্রাকটরটি দিনাজপুর মহাসড়ক হয়ে যাচ্ছিল। সৈয়দপুর স্টেডিয়াম সংলগ্ন ওই লাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ধীরগতিতে আসছিল মোটরসাইকেল আরোহী। একেবারে ফাঁকা সড়ক। ট্রাকটরের নিয়ন্ত্রণহীন গতির কারণে ধাক্কায় মোটরসাইকেল চালক পড়ে যায়। এরপর তার মাথার ওপর দিয়ে ট্রাকটরের পেছনের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পথচারীরা এসে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সঙ্কটাপন্ন অবস্থা দেখে দ্রুত রংপুর মহাবিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে রেফার করে। আর রংপুরে নেয়ার পথেই মারা যায় রুবেল। পরে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে এর প্রতিবাদ করেন স্থানীয়রা। এ সময় উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। ঝিনাইদহ ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে শৈলকুপার যুগনী গ্রাম থেকে বাইসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিল শ্রমিক শাহিন হোসেন। পথে হাটগোপালপুর কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। নিহত শাহিন হোসেন ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার গোলাম তহুর শাহের ছেলে। মোহনগঞ্জ ইজিবাইকের নিচে চাপা পড়ে নূর জাহান (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের খালুয়া মামুদপুর গ্রামের জজ মিয়ার স্ত্রী। জানা যায়, শনিবার দুপুরে খালুয়া থেকে মোহনগঞ্জে আসার পথে খালুয়া অভিনাস মাজারের সামনের রাস্তা পারাপরের সময় ইজিবাইকটি নূর জাহানকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
×