ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কম্পিউটার ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ০৬:২১, ২২ জুলাই ২০১৮

কম্পিউটার ল্যাব উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২১ জুলাই ॥ গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১০টি কম্পিউটারসমৃদ্ধ কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ফিতা কেটে এ ল্যাবটির শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের সাসটেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস। ল্যাবটির অর্থ যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল। এ উপলক্ষে বেলা ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কার্যক্রমের উপ-পরিচালক নির্দেশ কুমার নন্দী ও মোঃ জনি খন্দকার। তক্ষক উদ্ধার সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২১ জুলাই ॥ পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মোজাহিরুল ও সঙ্গীয় ফোর্স ১০ লাখ টাকা মূল্যের তক্ষক প্রাণী উদ্ধার করেছে। শুক্রবার রাতে উদ্ধারকৃত প্রাণীসহ ২ চোরা কারবারিকে পীরগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি কর্তৃপক্ষ। জানা গেছে, রনশিয়া সেতরাপাড়া সীমান্ত এলাকায় ৩৩৮নং মেইন পিলার সংলগ্ন পার্শ্ববর্তী গ্রামের আজিজুল হক ও ফাতেমা আক্তার মুন্নি লোহার পাইপের ভেতরে ১০ লাখ টাকা মূল্যের তক্ষক জীবন্ত প্রাণী ভারতে পাচার করার সময় বিজিবির হাতে আটক হয়। শুক্রবার গভীর রাতে আটককৃত প্রাণীটি পীরগঞ্জ বনবিট কর্মকর্তা আব্দুল মান্নানের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।
×