ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মাদকবিরোধী অভিযান চলমান থাকবে’

প্রকাশিত: ০৬:২০, ২২ জুলাই ২০১৮

‘মাদকবিরোধী অভিযান চলমান থাকবে’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মাদকবিরোধী অভিযানে একটি টেকসই পর্যায়ে না আসা পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। এ ক্ষেত্রে যৌথ অভিযানের নির্দেশনাও রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘অল আউট’ অভিযান চলতে যা বোঝায় এই অভিযান তাই। মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইয়াবা পাচারের রুট কক্সবাজারে অভিযান জোরদার করা হবে। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তারা। সচিব ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, যতদিন একটি সাসটেইনেবল লেবেল না পৌঁছাবে ততদিন মাদকবিরোধী অভিযান চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঢাকায় এক সংবাদ সম্মেলনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ অভিযান অল আউট বলতে যা বোঝায় তাই । একটা পর্যায়ে না আসা পর্যন্ত অভিযান এভাবেই চলবে। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকা কক্সবাজারের এক সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ অভিযানে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। তবে সরাসরি যুক্ত থাকার প্রমাণ থাকতে হবে। বক্তব্যে তিনি মাদক নিয়ন্ত্রণ আইনে দুর্বলতার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯০ সালের এ আইনে কিছু দুর্বলতা রয়েছে। এতে গডফাদারদের ধরার সুযোগ ছিল না। তাছাড়া তখন ইয়াবাও ছিল না। সার্বিক দিক মিলিয়ে নতুন আইন করা হয়েছে। এ আইনে মাদক পাচারের সঙ্গে জড়িত গডফাদারদের শাস্তির বিধান রাখা হয়েছে।
×