ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেলুনের সাহায্যে ইন্টারনেট সেবা

প্রকাশিত: ০৪:৪৫, ২২ জুলাই ২০১৮

বেলুনের সাহায্যে ইন্টারনেট সেবা

কেনিয়ার দুর্গম গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হবে বিশাল আকারের বেলুনের সাহায্যে। টেলকম কেনিয়ার সঙ্গে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান লুন যৌথভাবে এই সেবা দেবে। বেলুনের সাহায্যে ইন্টারনেট পৌঁছে দেয়ার এই প্রকল্পের নাম প্রজেক্ট লুন। শুরুর দিকে এ্যালফাবেটের অধীনে পরীক্ষামূলকভাবে এটা চালু হয়েছিল। এ মাসের শুরুতে পরীক্ষামূলক পর্যায় শেষ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে লুন। আর পূর্ণভাবে ব্যবসা শুরুর প্রথম কাজটিই তারা পেয়েছে কেনিয়ায় ইন্টারনেট সরবরাহের। বিশ্লেষকরা বলছেন, টেলকম কেনিয়ার সঙ্গে লুন জোটবদ্ধ হয়ে কাজ করলে অঞ্চলটির যোগাযোগ ক্ষেত্রে একচেটিয়া অবস্থার তৈরি হতে পারে। যদিও লুন কিংবা টেলিকম কেনিয়ার কেউই এটা নিয়ে মন্তব্য করেনি। ইন্টারনেট সরবরাহের বিষয়ে প্রতিষ্ঠান দুটির চুক্তি সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। ইন্টারনেট সেবাদান প্রসঙ্গে টেলকম কেনিয়ার প্রধান নির্বাহী আলডো মারুয়েস বলেন, মোবাইল সেবা প্রদানের লক্ষ্যে আমরা লুনের সঙ্গে কঠোর পরিশ্রম করব। -অর্থনৈতিক রিপোর্টার পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পাবনা জেলার অর্ধ-বার্ষিক সম্মেলন-২০১৮ উপলক্ষে ২,১২২ জন বীমা গ্রাহকের বীমা দাবির মোট ৪,০৩,১৮,৮১২/- টাকার চেক পাবনা রাধানগর মজুমদার একাডেমি মিলনায়তনে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী
×