ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সানগের ৩২তম সম্মেলন এবার ঢাকায়

প্রকাশিত: ০৪:৪৪, ২২ জুলাই ২০১৮

সানগের ৩২তম সম্মেলন এবার ঢাকায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়াভিত্তিক ডাটা নেটওয়ার্ক অপারেটরগুলোর সংগঠন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (সানগ) ৩২তম সম্মেলন এবার ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ২ আগস্ট শুরু হচ্ছে ৯ দিনের এই সম্মেলন। এতে থাকবে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটস গ্রুপের (বিডিএনওজি) সম্মেলনও। সম্মেলনে দেশী-বিদেশী দুই হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারী প্রতিনিধি ও ইন্টারনেট ব্যবসায়ী অংশ নেবেন। চামড়া শিল্প নগরীতে নানা অব্যবস্থাপনা অর্থনৈতিক রিপোর্টার ॥ চামড়া শিল্প নগরী স্থানান্তরের এক বছর পেরিয়ে গেলেও রয়ে গেছে নানা অব্যবস্থাপনা। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে যেখানে সেখানে। রাসায়নিকযুক্ত বিষাক্ত পানি সরাসরি মিশছে ধলেশ্বরীতে। আর বেহালদশা শিল্পনগরীর রাস্তাঘাটেরও। বিশ্লেষকদের মতে, এই প্রকল্প সঠিকভাবে পরিচালিত হলে চামড়া খাতে রফতানি আয় বাড়ানো যেত কয়েকগুণ। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সাভার চামড়া শিল্পনগরী পরিচালিত হলে এ খাতের ব্যাপক প্রসার ঘটবে বলে অভিমত বিশ্লেষকদের।
×