ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আরও ১০০ মহিষ আমদানি

প্রকাশিত: ০৪:৪৩, ২২ জুলাই ২০১৮

ভারত থেকে আরও ১০০ মহিষ আমদানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে সাতটি ট্রাকে ১০০টি মহিষের একটি চালান আমদানি করা হয়েছে। ১৯ জুলাই বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এসব মহিষ বেনাপোল বন্দরে প্রবেশ করে। আমদানি হওয়া মহিষ দেখতে বেনাপোল বন্দরে প্রচুর উৎসুক মানুষের সমাগম ঘটে। এর আগে গত ৯ মে প্রথম চালানে আরও ১০০টি মহিষ আমদানি করা হয়েছিল। বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) হারুনর রশিদ জানান, ১০০টি মহিষের আমদানি মূল্য ৮২ হাজার ২২৫ ইউএস ডলার। জেন্টাক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এই মহিষের আমদানিকারক। আমদানি হওয়া মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে ছাড় নেয়ার জন্য হট লাইন কার্গো ইন্টারন্যাশনাল নামে সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। আমদানিকারক জেন্টাক ইন্টারন্যাশনালের অফিস সহকারী তরিকুল ইসলাম জানান, মহিষগুলো ভারতের হরিয়ানা প্রদেশ থেকে কেনা হয়েছে। বাংলাদেশ মিল্কভিটাকে এসব মহিষ সরবরাহ করা হবে। দেশে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ও কৃষি খামারে প্রজননের জন্য এসব মহিষ কাজে লাগানো হবে। এদিকে স্থানীয়রা জানান, বৈধ পথে মহিষ আমদানিতে দেশে মাংসের চাহিদা অনেকটা পূরণ হবে।
×