ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপনে ভিডিও ধারণ ॥ দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার নারীর বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৯, ২২ জুলাই ২০১৮

গোপনে ভিডিও ধারণ ॥ দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার নারীর বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ায় গোপনে নারীদের ভিডিও ধারণ করা নিয়ে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করে নারীরা শনিবার সিউলে একত্রিত হন। এতে গোপন ক্যামেরা দিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ফুটেজের বিস্তার রোধ করার আহ্বান জানায়। এতে নারীরা জানায়, ক্রমাগত উদ্বিগ্নতা ও দুর্দশার মধ্যে তারা বসবাস করছেন। এনবিসি নিউজ। প্রায় ১৮ হাজার লোক বিক্ষোভে অংশ নেন। যাদের সবাই নারী বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা পুরুষ অভিযুক্তকারীদের বিরুদ্ধে শক্তিশালী তদন্ত ও শাস্তি দাবি করেন। যারা গোপনে নারীদের অনুমতি ছাড়া ছবি অথবা ভিডিও ধারণ করে ও অনলাইনে প্রকাশ করে দেয়। অধিকাংশ বিক্ষোভকারী তাদের মুখ বেসবল ক্যাপ, চোখে সানগ্লাস ও মাস্ক পরে মুখ ঢেকে রাখে। এতে বলার চেষ্টা করা হয় যে, নারীরা সব সময় বাথরুমে লুকানো ক্ষুদ্র ক্যামেরার বিষয়ে উদ্বিগ্ন থাকেন। এ ছাড়া সাবওয়ে স্টেশনগুলোতে স্কার্টের নিচের ছবি তোলা নিয়েও উৎকণ্ঠায় দিন কাটান। তবে বিক্ষোভকারীদের দৃঢ়তা ও অংশগ্রহণের বাধ্যবাধকতা নিয়ে সমালোচনা করা হয়। কেননা এই বিক্ষোভে এমন কিছু ব্যক্তি অংশ নিয়েছিলেন যারা বায়োলজিক্যালি নারী নন। বিক্ষোভকারীদের অনেকে লাল টি-শার্ট পরেন। তারা ‘ক্ষুব্ধ নারীরা পৃথিবীকে বদলাবে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ ছাড়া মঞ্চে দু জন নারী নিজেদের মাথার চুল কেটে ফেলেন। এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, নিষিদ্ধ সিনেমার বীজ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এখানেই পুরুষদের কাছে আমার বার্তা : আমি কোন যৌনতার বস্তু নই। আমি আপনার মতই প্রথম সারির নাগরিক। দক্ষিণ কোরিয়া কয়েক বছর ধরেই নারীদের পোশাকের নিচে ছোট ক্যামেরা বা স্মার্টফোন দিয়ে ভিডিও করার পর তা অনলাইনে ছেড়ে দেয়ার বিষয়ে অপরাধীদের ধরার জন্য লড়াই অব্যাহত রেখেছে। ফুটেজগুলো নিষিদ্ধ অশ্লীল সাইটগুলোতে ছেড়ে দেয়া হয়। যার মধ্যে সোরানেট অন্যতম। ২০১৬ সালে পুলিশ এটি বন্ধ করে দেয়। এর আগে সাইটটির দশ লাখের বেশি ব্যবহারকারী ছিল। এ ধরনের সাইটগুলোর সংখ্যা না জানলেও তা এখনও চালু আছে। ২০০৪ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় এ ধরনের অপরাধ প্রতিরোধে ছবি ও ভিডিও গ্রহণ করার সময় বড় শাটার শব্দের স্মার্টফোন প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই ধরনের ফোনের ক্যামেরাগুলোর এ্যাপ্লিকেশনের মাধ্যমে নীরবে ও ছোট ক্যামেরার মাধ্যমে ব্যাগ, জুতা ও টয়লেটে বা ছোট গর্তের মধ্যে লুকানো যায় বাথরুমের দেয়াল এবং দরজায় ড্রিল করা হয়।
×