ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

প্রকাশিত: ০৬:৪০, ২১ জুলাই ২০১৮

ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে বাংলাদেশের সাবেক কৃতী ফুটবলারদের সমন্বয়ে গঠিত সোনালি অতীত ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় গত ২০১৭ সালের জুলাইয়ে ২০ বেসরকারী বিশ্ববিদ্যালয় ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম টুর্নামেন্টের সফল আয়োজন ও সমাপ্তির পর এবার ২০টির বেশি বেসরকারী বিশ্ববিদ্যালয় ফুটবল দল নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর দ্বিতীয় আসর। আগামী ২৫ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় কিক অফের মাধ্যমে এবারের টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রথম আসরের ফাইনালে কমলাপুর স্টেডিয়ামে ফারইস্ট ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল গ্রীন ইউনিভার্সিটি। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবারের টুর্নামেন্ট সম্পর্কে জানান, ‘সামাজিক দায়বদ্ধতা বিশেষ করে তরুণদের মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়য়া ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। টুর্নামেন্টটি সুন্দর, সুষ্ঠ ও সফলভাবে শুরু ও শেষ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
×