ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘরোয়া ফুটবলের কার্যক্রম শুরু...

প্রকাশিত: ০৬:৩৮, ২১ জুলাই ২০১৮

 ঘরোয়া ফুটবলের কার্যক্রম শুরু...

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের কার্যক্রম। নতুন মৌসুমের জন্য ক্লাবগুলোকে দেয়া হয়েছে দলবদলের ফর্ম। পেশাদার লীগের ট্রান্সফার উইন্ডো ২৫ জুলাই। ক্লাবগুলো তাদের পছন্দের হোম ভেন্যুর তালিকা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাফুফে পরিদর্শন করছে ভেন্যুগুলো। এদিকে আন্তর্জাতিক সূচী ও আর্থিক বিষয়াদি বিবেচনায় সংস্কার করা হচ্ছে ফেডারেশনের বর্ষপঞ্জিকা। বিশ্বকাপ উন্মাদনা শেষ, এবার ঘরোয়া ফুটবলে মনোযোগী ফুটবল ফেডারেশন। বদলে যাচ্ছে পেশাদার লীগের মোড়ক। বছরে আট কোটি টাকায় স্বত্ব কিনে নিয়েছে এমভি সিলভা। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি নতুন মৌসুমে ক্লাবগুলোর আর্থিক সুবিধার পরিমাণ। পাঁচ থেকে ছয় ভেন্যুতে হবে লীগ। যদিও হোম ভেন্যু হিসেবে পেশাদার লীগের ১৩ ক্লাব ৯ ভেন্যুর নাম দিয়েছে। ফেডারেশনও শেষ করেছে সিংহভাগ পরিদর্শন কাজ। বাকি দু’একটি পর্যবেক্ষণের পরই জানা যাবে ক্লাবগুলোর হোম ভেন্যু। এদিকে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে কাতারে গিয়েছিল জাতীয় দল। আগস্টে দক্ষিণ কোরিয়া, তারপর সেখান থেকেই জাকার্তা অভিযান। ফিরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। আর অক্টোবরে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এরপর ফেডারেশন কাপ আর আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে নবেম্বরে লীগ আয়োজন করতে চায় ফেডারেশন। এছাড়া নারী ও কিশোর-কিশোরীদের এএফসি ও সাফ টুর্নামেন্টতো আছেই। বলা যায় জুলাই থেকে ডিসেম্বর ব্যস্ত সূচী ফুটবলারদের জন্য। আর সেই সূচীকে বাস্তবে রূপ দিতে ক্যালেন্ডার নিয়ে কাজ করছে বাফুফে। হয়তো নতুন আঙ্গিকে ক্যালেন্ডার প্রকাশ করবে তারা। তবে কতটুকু বাস্তবায়ন হবে, তা সময়ই বলে দেবে। এদিকে ঘরোয়া ফুটবলে বাড়ছে ভেন্যুর সংখ্যা। নতুন মৌসুমে দেশের ছয় ভেন্যুতে প্রিমিয়ার লীগ ফুটবল আয়োজন করতে চায় বাফুফে। এরই মধ্যে হোম ভেন্যুর জন্য আবেদন করেছে নয় ক্লাব। অক্টোবরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। এতদিন এএফসির গাইডলাইন না মেনে পার পেয়েছে বাফুফে। তবে এবার ছাড় পাচ্ছে না। বাধ্য হয়ে বিপিএল ফুটবলে ভেন্যু বাড়াতে মনোযোগী হয়েছে তারা। নতুন মৌসুমে অন্তত ছয় ভেন্যুতে লীগ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বাফুফের সঙ্গে নীতিগত সম্মত হয়েছে প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। ইতোমধ্যে নয়টি ক্লাব হোম ভেন্যুর জন্য আবেদন করেছে। ভেন্যু বাড়ালেই অবশ্য বিপত্তিতে পড়তে হবে বাফুফেকে। পার্টিসিপেশন মানির জন্য বেঁকে বসতে পারে ক্লাবগুলো। যে কারণে গত বছর একটি ভেন্যুতে লীগ শেষ করতে বাধ্য হয়েছিল বাফুফে। এবার সে সংশয় নেই বললেই চলে। লীগ আয়োজনে আট কোটি টাকা দিচ্ছে ইংল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক স্পোর্টস এজেন্সি এমপি এ্যান্ড সিলভা। বাফুফের নতুন নিয়ম অনুযায়ী একটি মাঠ সর্বোচ্চ দুটি ক্লাব হোম ভেন্যু হিসেবে নিতে পাবে। যে কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্রাউন্ডের চাপ কমে আসবে।
×