ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

প্রকাশিত: ০৬:৩৬, ২১ জুলাই ২০১৮

 প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু হারেরই খবর। বাংলাদেশ ক্রিকেট দল যেন হারের গোলকধাঁধাতেই আটকা পড়ে গেছে। সেই হার থেকে আপাতত মুক্তি মিলেছে। সেটি যদিও প্রস্তুতি ম্যাচে। তারপরও জয়তো মিলেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে রবিবার ওয়ানডে সিরিজে খেলতে নামার আগে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে ৪ উইকেটে জয় মিলেছে। যেটি স্বস্তির জয়ও বলা চলে। খরার মাঝে এক পশলা বৃষ্টিই যেন মিলল। নিদাহাস ট্রফির ফাইনাল থেকে যে হার শুরু হয়েছে বাংলাদেশ দলের তা চলছিলই। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে হার হয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচ ড্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এবার জয়ের দেখা মিলেছে। প্রস্তুতি ম্যাচটিতে স্বাগতিক দল আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে। দলের পক্ষে ওটেলি ৫৮, হজ ৪৪ ও জাঙ্গো ৩৬ রান করেন। বাংলাদেশ বোলারদের পক্ষে ১৪ রানে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মুশফিকুর রহীম অপরাজিত ৭৫ রান করেন। ৭০ রান করেন লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৪৩ রান। ভাইস চ্যান্সেলর একাদশের পক্ষে ২ উইকেট নেন পাওয়েল। এ ম্যাচে শেষ পর্যন্ত খেলেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছিলেন না সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালও। মাশরাফি ও সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ রিয়াদ। জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন মাহমুদুল্লাহ। রবিবার গায়ানায় ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ জুলাই। এ জয়টি বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে। হারতে থেকে আত্মবিশ্বাসেও ঘাটতি পড়েছিল। তা কিছুটা হলেও বাড়বে। যদিও ম্যাচটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের ফলাফল মূল সিরিজে বিশেষ কোন কাজে লাগে না। তবুও হারতে থাকা দল যখন একটি জয়ের দেখা পায় তখন মানসিকভাবেও শক্ত হতে থাকে। ওয়ানডে সিরিজে তা কাজেও লাগতে পারে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা খেলেন ম্যাচটিতে। এরপরও জিতে বাংলাদেশ দল। গেইল ২৯ ও রাসেল ১১ রানের বেশি করতে পারেননি। মুশফিক, লিটন ও শান্ত নিজেকে মেলে ধরেন। ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ (৪), সৈকত (১১), সাব্বির রহমান (৪), মাহমুদুল্লাহ রিয়াদ (১০) ও এনামুল হক বিজয় (০) ব্যর্থ হন। প্রস্তুতি ম্যাচটিতে ওয়ানডে সিরিজের একাদশও আমলে নেয়া হয়ে গেল। যেটি সবচেয়ে বেশি সুবিধা হয়েছে। এখন প্রস্তুতি ম্যাচের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস মূল সিরিজে কাজে লাগানো গেলেই হয়।
×