ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোরিয়ার বিপক্ষে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে হকি দল

প্রকাশিত: ০৬:৩৪, ২১ জুলাই ২০১৮

কোরিয়ার বিপক্ষে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমসের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে এবার দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের বিপক্ষে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে গোপীনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। এর আগে ভারতে বেশ কটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন জিমি-চয়নরা। তবে সেখানে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ। তাই ভারত সফরের ভুল শোধরাতে কোরিয়ায় প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন কোচ-খেলোয়াড়রা। ভারতের ‘এ’ দল ও অনুর্ধ-১৯ দলের বিপক্ষে ৭টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ হকি দল। কিন্তু নিজেদের যাচাই করার সেই সফরে ভরাডুবি হয় জিমি-চয়নদের। তবে সেটা মানতে নারাজ কোচ কৃষ্ণমূর্তি। যার জন্য দুটি কারণ দেখিয়েছেন। ভারতে দলগুলো ছিল কঠিন প্রতিপক্ষ। আর সেই সফরে অনেককিছু শিখে এসেছে খেলোয়াড়রা। তাই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরিয়াতে শিষ্যরা ভাল করতে পারবে বলে বিশ্বাস কোচের। কৃষ্ণমূর্তি বলেন, ‘বড় দলের বিপক্ষে খেললে আপনি আপনার ভুল-ত্রুটিগুলো খুঁজে পাবেন। তারপর সেটা নিয়ে কাজ করতে পারবেন। তাই আমি মনে করি এশিয়ান গেমসের আগে কোরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো আমাদের জন্য খুবই কার্যকরী হবে। ভারতে আমরা ভাল প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল করিনি। তার মানে এই নয় যে, আমরা খারাপ দল। তারা কিন্তু প্রতিদিনই উন্নতি করছে। তাই আশা করছি এশিয়ান গেমসে ভাল কিছু হবে।’ ভারতে ছয়টি প্রস্তুতি ম্যাচের একটিতেও জিততে না পারলেও মানসিকভাবে দৃঢ়তা এসেছে, মনে করছেন কৃষ্ণমূর্তি। ভারত সফরের পর কমান্ডো ট্রেনিংয়ে খেলোয়াড়দের ফিজিক্যাল স্ট্রেংথ বেড়েছে মনে করছেন তিনি। এই অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগানোর পরিকল্পনা মালয়েশিয়ান এই কোচের। জুনে জাতীয় দলের ক্যাম্প শুরু করে হকি ফেডারেশন। এশিয়ান গেমসকে সামনে রেখে দল ছোট করে ফেলা হয় ক’দিনের মধ্যেই। এপ্রিলে ঢাকায় আসেন কৃষ্ণমূর্তি। এসেই প্রস্তুতি ম্যাচের দাবি জানান তিনি। মালয়েশিয়ান কোচের দাবি পূরণ করে হকি ফেডারেশন। ঈদের পরই ভারত সফরে যায় হকি দল। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিয়ে টেকনিক্যাল দিক নিয়ে কাজ করছেন কোচ গোপী। এদিকে কোরিয়াতেও প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় নিয়ে ভাবছে খেলোয়াড়রা। আর ভারতে বাংলাদেশ দলের অন্যতম দুর্বল জায়গা ছিল গতি।
×