ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার রাস্তার আতঙ্কের নাম রিক্সা

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জুলাই ২০১৮

 ঢাকার রাস্তার আতঙ্কের নাম রিক্সা

ঢাকার রাস্তায় আতঙ্কের এক নাম যান্ত্রিক এবং অযান্ত্রিক রিক্সা। বিশেষজ্ঞরা বলছেন, কোন ধরনের প্রশিক্ষণ এবং নিবন্ধন না থাকায় উল্টো চলাসহ ট্রাফিক আইন না মানা। এসব বাহনের কারণে প্রতিনিয়ত ঝুঁকি বেড়েই চলছে রাজধানীর সড়কে। কিন্তু নিয়ন্ত্রণে অপারগতা স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আইনের সীমাবদ্ধতা এবং লোকবল সঙ্কটের কারণে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। রাজধানীর পান্থপথ। নগরীর যে সড়কগুলোয় একসময় রিক্সা চলাচল নিষিদ্ধ ছিল, এ সড়ক তার মধ্যে একটি। কিন্তু রিক্সার দৌরাত্ম্য এ মোড়ের বিশৃঙ্খল চিত্র নিত্যদিনের। তবে, শুধু পান্থপথ নয়, তিনি চাকার এ বাহনের এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যের দেখা যায় পুরো শহরের সর্বত্র। কখনও উল্টোপথে, কখনও বড় বড় গাড়িকে পাশ কাটিয়ে এক ধরনের একরোখা চলাচল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলিতে। তবে, যান্ত্রিক রিক্সার গতি পিলে চমকে দেবে যে কাউকেই। একজন যাত্রী বলেন, তাড়াহুড়োর জন্যই এই রিক্া নেয়া। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মোয়াজ্জেম হোসাইন বলেন, যারা এগুলোর অনুমতি দিয়েছেন তারাই এ ধরনের যান চলার জন্য দায়ী। অযান্ত্রিক যান হওয়ায় এ বাহনের বৃদ্ধি নিয়ন্ত্রণ কিংবা নিবন্ধনের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের। -স্টাফ রিপোর্টার
×