ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে আশায় বুক বাঁধছে নগরবাসী

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জুলাই ২০১৮

 বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে আশায় বুক বাঁধছে নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥ বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় নাকাল বন্দরনগরীর মানুষ। তাতে শুধু নিত্য কাজই ব্যহত হচ্ছে না প্রতিবছর নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার সম্পদ। সমস্যা নিরসনে নানা উদ্যোগ নেয়া হলেও মেলেনি সুফল। তবে এবার প্রায় আট হাজার কোটি টাকার দুটি মেগা প্রকল্প নিয়ে আশায় বুক বাঁধছে নগরবাসী। যদিও জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সব পক্ষকে নিয়ে সমন্বিত কাজের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের বাণিজ্য নগরীর জলমগ্ন ছবি। একটু বৃষ্টি হলে এমন পরিস্থিতি দাঁড়ায় নগরের এক-তৃতীয়াংশ জুড়ে। প্রতিবছরই এ কষ্ট যেন নিয়তি। বিভিন্ন সংস্থার হিসাবে, জলাবদ্ধতায় নানা খাতে প্রতিবছর ক্ষতি দাঁড়ায় অন্তত ৫শ’ কোটি টাকা। যা ঠেকাতে গেল দশ বছরে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। হয়েছে পরিকল্পনা। কিন্তু সমাধান আসেনি। সঙ্কটের উৎস সবার জানা হলেও সুফল মিলছে না। তবে বন্দর নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবশেষ আট হাজার কোটি টাকার দুটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু বড় প্রকল্প নিলে হবে না, এর বাস্তবায়ন হতে হবে সমন্বিতভাবে। শুরু থেকে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করে আসলেও এবার সেই দায়িত্ব পেয়েছে সিডিএ। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, এই বর্ষায় না হলেও আগামীবছর থেকে সুফল পাবে নগরবাসী। তবে সুফল পেতে হলে সব সেবা সংস্থার সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নের তাগিদ সিটি মেয়রের। মেগা প্রকল্পের আওতায় ৩৬টি খাল খনন করবে সিডিএ। তবে, তাদের বাস্তবায়নাধীন দুটি প্রকল্প ছাড়াও অনুমোদনের অপেক্ষায় রয়েছে পানি উন্নয়ন বোর্ডের আরও একটি উদ্যোগ।
×