ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ফার্মাসিস্ট নিখোঁজ

প্রকাশিত: ০৫:২৬, ২১ জুলাই ২০১৮

  যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ফার্মাসিস্ট  নিখোঁজ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাংলাদেশী এক ফার্মাসিস্ট তিনদিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার। আলভীন আহমেদ নামের ২৫ বছর বয়সী ওই তরুণ জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে লোগানভিলের একটি ওষুধের দোকানে ফার্মাসিস্ট হিসেবে কাজ করছিলেন। -খবর বিবিসি অনলাইনের। গত সোমবার রাতে সেখানে কাজ শেষে বাড়ি ফেরার পথে আলভীন নিখোঁজ হন বলে তার বড় ভাই ক্যালভিন আহমেদ জানান। বুধবার সন্ধ্যায় ওই ওষুধের দোকান থেকে প্রায় দুই মাইল দূরে লেক কার্লটনে ভাসমান একটি লাশ পাওয়া গেলেও সেটি আলভীনের কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ক্যালভিন জানান, তারা তিন ভাই-বোন এবং তাদের মা পারভীন রওশন দীর্ঘদিন ধরে জর্জিয়ায় থাকেন। লোগানভিলের পাবলিক্স ফার্মেসিতে আলভীন কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষে আলভীনের বাড়ি ফেরার কথা থাকলেও তার কোন খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয় তার পরিবার। পুলিশ পাবলিক্সের পার্কিং লটে দরজা খোলা অবস্থায় আলভীনের গাড়িটি খুঁজে পায়। ভেতর ছিল বাজারের ব্যাগ আর আলভীনের ওষুধের দোকানের পোশাক। সিসিটিভি ফুটেজে আলভীনকে ওই বাজারের ব্যাগ হাতে ফার্মেসি কোট গায়ে পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। কিন্তু পার্কিং লটে কোন ক্যামেরা না থাকায় এরপর কী ঘটেছিল তা পুলিশ এখনও জানতে পারেনি। এদিকে বুধবার সন্ধ্যায় লেক কার্লটনে একটি লাশ পাওয়ার খবরে সেটি আলভীনের হতে পারে গেলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পুলিশ কর্মকর্তা জ্যাক স্মিথ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় তারা এখনও লাশের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হতে পারেন নি। লাশটি কদিন ধরে লেকের পানিতে ছিল, তাও এখনও বোঝা যায়নি। ক্যালভিন আর তার পরিবারের সন্দেহ, আলভীনকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নেয়া হয়েছিল। ফেসবুকে তিনি লিখেছেন, ‘লেকে ওই লাশ পাওয়া যাওয়ার পর থেকে আমার মাথায় অনেক কিছু ঘুরছে। কিন্তু এখনও যেহেতু পুলিশ কিছু নিশ্চিত করেনি, আমরা আশা ছাড়ছি না।’ আলভীনের কোন সন্ধান পেলে গুইনেট কাউন্টি পুলিশকে ফোন করে (৭৭০ ৫১৩ ৫৩০০) জানাতে প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ করেছেন তার বড় ভাই ক্যালভিন আহমেদ।
×