ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখার কোন বয়স নেই

প্রকাশিত: ০৫:০৪, ২১ জুলাই ২০১৮

  শেখার কোন বয়স নেই

একই সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রী নিলেন বাবা ও ছেলে। ভারতের মুম্বাইয়ের ওয়াইবি চাভান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী পেয়ে পাস করা পিতা-পুত্রের একটাই কথা,‘শেখার কোন বয়স হয় না।’ ছোটবেলাতেই বাড়ির সমস্যার কারণে ক্লাস ১০ অবধি পড়াশোনা করেই ছেড়ে দিতে বাধ্য হন মহাম্মদ ফারুখ শেখ। ইংরেজীটা বলতে স্কুলেই শিখেছিলেন বর্তমানে পেশায় ট্যাক্সি চালক ফারুখ। ছেলে হাজিম ফারুখ শেখকে কলেজে ভর্তি হতে দেখে কোথা থেকে যেন না পাওয়া ইচ্ছাগুলোই আবার কথা বলে ওঠে ফারুখের মনে। ছেলের সঙ্গে কথা বলে, পরামর্শ নিয়ে শেষমেষ মনের জোরেই ভর্তি হয়ে যান কলেজে। কিন্তু বাড়ির উপার্জন তো তারই ওপরে নির্ভরশীল! পড়তে গেলে কাজ তো ছাড়া যাবে না। উপায়? রোজ সকালে কাজে বেরোনোর আগে পড়তে বসতেন ফারুখ। সপ্তাহের শেষে নিয়মিত ক্লাসও করতেন। হাজিমের কথায়, কোন সমস্যা হলে বা কিছু প্রশ্ন থেকে থাকলে বাবা আমাকে জিজ্ঞেস করতেন, আমিও চেষ্টা করতাম বুঝিয়ে দিতে। ভীষণ ভাল লাগছে বাবার ইচ্ছেপূরণ হয়েছে দেখে। ফারুখ বলেন, ‘এমনও শিক্ষকেরা ছিলেন যারা আমারই ছেলের বয়সী। কিন্তু আমার ওদের থেকে শিখতে একটুও খারাপ লাগত না। বরং ভালই লাগত। বয়সের জন্য পড়াশোনা আটকে থাকবে তা কি হয় নাকি!’ পরীক্ষায় বাবা পেয়েছেন ৪৬ শতাংশ নম্বর আর ছেলে ৫৬ শতাংশ।-এনডিটিভি অবলম্বনে।
×