ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাল, ডাল, চিনি শাকসবজির দাম অপরিবর্তিত

আরেক দফা বাড়ল ডিমের দাম, মাছের বাজার চড়া

প্রকাশিত: ০৫:০৪, ২১ জুলাই ২০১৮

    আরেক দফা বাড়ল ডিমের দাম, মাছের বাজার চড়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ আরেক দফা বাড়ল ডিমের দাম। দুই সপ্তাহের ব্যবধানে হালিপ্রতি ১০ টাকা দাম বেড়ে ফার্মের লাল ডিম এখন বিক্রি হচ্ছে ৩৩-৩৫ টাকা পর্যন্ত। সরবরাহ পর্যাপ্ত থাকার পরও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমদানিকৃত ভারতীয় মোটা সাইজের পেঁয়াজ ৩৫-৪০ এবং দেশী ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও শাকসবজির দাম অপরিবর্তিত রয়েছে। মৌসুম শুরু হলেও বাজারে ইলিশের সরবরাহ বাড়েনি। দেশী জাতের মাছ বিক্রি হচ্ছে বেশি দামে। গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর কাপ্তানবাজার, ফকিরাপুল বাজার, কাওরানবাজার, ফার্মগেট কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং মিরপুর সিটি কর্পোরেশন বাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় ডিমের দাম বেড়ে যাচ্ছে। বেশিরভাগ খামারের মুরগি বিক্রি করে ফেলায় ডিম উৎপাদন কমে গেছে। এছাড়া গাজীপুর ও নরসিংদীর অনেক খামার বন্ধ হয়ে যাওয়ায় ঢাকায় ডিমের দাম বেড়ে যাচ্ছে। ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। কারণ মাছ, গরু ও খাসির মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভরসা ব্রয়লার মুরগি ও ফার্মের লাল ডিম। সেই ডিমের দাম এখন বেড়ে যাচ্ছে। কাপ্তানবাজারে ডিম কিনছিলেন বনগ্রামের বাসিন্দা হালিম ফকির। তিনি বলেন, আমাদের মতো অল্প আয়ের মানুষের কাছে ডিম গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ডিমের দাম অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে ডিমের দাম কমিয়ে আনার পদক্ষেপ নেয়া উচিত। হালিম ফকিরের মতো ঢাকাবাসীর সবাই কমবেশি ডিম খেয়ে থাকেন। বিশেষ করে কোন কিছু ঘরে না থাকলে মায়েরা তাদের সন্তানদের পাতে একটি ডিম তুলে দেন। এ কারণে খাবারের তালিকায় ডিমের বিকল্প এখনও সস্তায় আর কিছু ভাবা যায় না। কয়েক সপ্তাহ ধরে সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়ে যায়। এখন অবশ্য মরিচের দাম কমতির দিকে। এদিকে, চলতি সপ্তায় চালের দাম আর বাড়েনি। বাজেট ঘোষণার পর বেড়ে যায় চালের দাম। আগের মতো সরু ও মোটাসহ সব ধরনের চালের দাম অপরিবর্তিত রয়েছে। বাজেটে আমদানিতে ২৮ শতাংশ রেয়াতি সুবিধা প্রত্যাহার করে নেয়ার পর থেকে চালের দাম বাড়তে থাকে। রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির তথ্যমতে, মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল বিক্রি হচ্ছে ৬০-৬৮ টাকা। গত এক মাসে দাম বৃদ্ধির হার প্রায় ৪ শতাংশ। এছাড়া স্বর্ণা ও চায়না ইরির মতো মোটা চাল বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। গত এক মাসে সাড়ে ৬ শতাংশের ওপর দাম বেড়েছে এসব চালের। শ্রাবণ মাসের এ সময়টাতে বাজারে ইলিশের সরবরাহ বাড়ার কথা থাকলেও এবার মাছের দেখা মিলছে না। এ কারণে সব ধরনের মাছের দাম এখন বাড়তি। বিশেষ করে চিংড়ি ও ইলিশ মাছের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। জাত ও মানভেদে প্রতিকেজি চিংড়ি ৬০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০-৮০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১২শ’ টাকায়। এছাড়া রুই-কাতলা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোটজাতীয় মাছের দামও চড়া। কোরবানি সামনে রেখে লবণ আমদানির অনুমতি দেয়া হতে পারে ॥ চামড়া শিল্পের জন্য কোরবানি সামনে রেখে লবণ আমদানির অনুমতি দেয়া হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেশে উৎপাদিত লবণের পরিমাণ, সরবরাহ ও মজুদ পরিস্থিতি জানাতে কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে।
×