ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়ির মালিকের কারণে আদাবরে কয়েক পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি!

প্রকাশিত: ০৫:০০, ২১ জুলাই ২০১৮

 বাড়ির মালিকের কারণে আদাবরে কয়েক পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি!

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে এক বাড়ির মালিকের কারণে সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে কয়েকটি পরিবার। কোন কোন পরিবারের সদস্যদের জীবন হুমকির মুখে পড়েছে। চারতলা বাড়ি তৈরির অনুমোদন নিয়ে সাততলা বাড়ি করে অবৈধ ফ্ল্যাট সন্ত্রাসীদের কাছে বিক্রি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবৈধ ফ্ল্যাটের মালিকরা বৈধ ফ্ল্যাট মালিকদের বাড়ি থেকে জোরপূর্বক সরিয়ে দেয়ার চেষ্টা করছে। যেতে রাজি না হওয়ায় ইতোমধ্যেই এক নারীকে বেধড়ক মারধর করেছে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পিয়ারা পারভীন (৪০) নামের এক ফ্ল্যাট মালিকের করা আবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, তিনি আদাবর থানাধীন শেখেরটেকের পিসি কালচার হাউজিং সোসাইটির খ-ব্লকের ১১ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির দোতলায় দুটি ফ্ল্যাট কেনেন। তিনি ছাড়া আরও পাঁচজনে চারতলা পর্যন্ত মোট দশটি ফ্ল্যাট কিনেছেন। বাড়িটির মূল মালিক আব্দুল মজিদ। তিনি ইস্কাটনের ৬৪/১ নম্বর বাড়িতে বসবাস করেন। বাড়ির মালিক ফ্ল্যাটের ক্রেতাদের না জানিয়ে বাড়িটি সাততলা পর্যন্ত নির্মাণ করে চারতলার ওপরের ফ্ল্যাটগুলো কতিপয় সন্ত্রাসীর কাছে বিক্রি করে দেন। চারতলা পর্যন্ত থাকা দশটি ফ্ল্যাটের ক্রেতারা বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। তারা ভেবেছিলেন বাড়িটি সাততলা পর্যন্ত তৈরির অনুমতি আছে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে তারা জানতে পারেন বাড়িটির মূল নক্সা চারতলা পর্যন্ত অনুমোদিত। চারতলার ওপরের ফ্ল্যাটগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। রাজউক ওসব ফ্ল্যাট ভেঙ্গে ফেলার জন্য বার বার নোটিস দিতে থাকে। এতে করে অবৈধ ফ্ল্যাটের মালিকদের ধারণা হয়, চারতলা পর্যন্ত কেনা ফ্ল্যাটের মালিকরাই রাজউকের কাছে নোটিস করে তাদের তাদের উচ্ছেদের ব্যবস্থা করছে। এতে অবৈধ ফ্ল্যাটের মালিকদের সঙ্গে আসল ফ্ল্যাট মালিকদের দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বই এক পর্যায়ে চরম আকার ধারণ করে। এ নিয়ে বহু দেনদরবার হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। তিনি বাড়িটির ফ্ল্যাট মালিকদের গঠিত সোনারতরী ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক। অবৈধ ফ্ল্যাট মালিকদের ধারণা সমিতির সাধারণ সম্পাদক পিয়ারা পারভীনই তাদের বিষয়ে রাজউকের কাছে নোটিস করে বিপদে ফেলেছে। এমন ধারণা থেকে সম্প্রতি বাড়িটির পাঁচতলা ও ছয়তলার দুটি ফ্ল্যাটের মালিক আলমগীর শিকদার বহিরাগত পুরুষ ও নারীদের দিয়ে তার বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাড়ি থেকে সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। তাকে শারীরিকভাবে মারধরের চেষ্টা করে। বাসার পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয়। এমন পরিস্থিতিতে তাকে খুবই মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তার স্বামী বিদেশে অবস্থান করায় এবং তার সঙ্গে কেউ বাসায় না থাকায় তার মনে অজানা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে আলমগীর শিকদার ও বাড়িটির মূল মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
×