ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোলার পণ্য তৈরি করে শতাধিক নারী-পুরুষের জীবিকা

প্রকাশিত: ০৪:৪৪, ২১ জুলাই ২০১৮

 সোলার পণ্য তৈরি করে শতাধিক নারী-পুরুষের জীবিকা

মাগুরায় ঘর সাজানোর পণ্য তৈরিতে ব্যস্ততা বেড়েছে সোলার শিল্পীদের। শোলার পণ্য তৈরি করে জেলার শালিখা উপজেলার শতপাড়া গ্রামের শতাধিক নারী পুরুষ জীবিকা নির্বাহ করছে। তাদের সোলার তৈরি পণ্য ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। জানা গেছে, শালিখা উপজেলার শতপাড়া গ্রামে বেশ কয়েকটি মালাকার পরিবার রয়েছে। শোলা দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করে ৮টি পরিবারের শতাধিক নারী পুরুষ জীবিকা নির্বাহ করছে। শোলা কেটে এনে রোদে শুকিয়ে তা পর তৈরি করা হয় শোলার ফুল, মালা, হাত পাখা, মুখোশ, ঘর সাজানোর মালা প্রভৃতি। শোলা শিল্পীদের বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত কাজ বেশি থাকে তা ছাড়া বছরই কাজ থাকে। মেলার সময় তাদের কাজ বেড়ে যায়। শিল্পীদের বেশিরভাগ মহিলা। বিল থেকে শ্রমিক নিয়োগ দিয়ে কেটে বাড়িতে এনে সারা বছরের কাজের কাঁচা শোলা সংরক্ষণ করে রাখা হয়। এর পর কেটে যে পণ্য তৈরি করা হবে তা তৈরি করা হয়। রং করে সুন্দর করা হয়। পুরুষের পাশাপাশি মহিলারা সমানতালে এই কাজ করেন। তাদের তৈরি মিভিন্ন মেলায় বেশি বিক্রি হয়। শতপাড়া গ্রামের শোলা শিল্পী নিমাই মালাকার জানান, তারা শোলা দিয়ে ঘর সাজানোর ফুল, মালা, হাত পাখা, মুখোশ, পাখি, ফুল প্রভৃতি তৈরি করের। যা আয় করেন তা দিয়ে তাদের সংসার চলে যায়। একজন শিল্পী দৈনিক ৪ থেকে ৫ শত টাকা আয় করেন। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×