ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, বিভেদ করা চলবে না ॥ স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জুলাই ২০১৮

  আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, বিভেদ করা চলবে  না ॥ স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ জুলাই ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ নির্বাচনে আমাদের জিততে হবে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে। তাই এ সময় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আত্মঘাতী পরিবেশ তৈরি করা চলবে না। ফরিদপুরে কোতোয়ালি আওয়ামী লীগের নেতা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর বদরপুরস্ত মন্ত্রীর নিজ বাস ভবন ‘আফসানা মঞ্জিল’ প্রাঙ্গণে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কোতোয়ালি থানার তৃণমূলের দলীয় নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে’ এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে হবে। গত দু’বারে যে পরিমাণ উন্নয়ন দেশে হয়েছে, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে এর কোন বিকল্প নেয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি (সদর) আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর। এছাড়া সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের ১২ জন নেতা বক্তব্য দেন।
×