ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে চাঁদাবাজি ॥ ৪ জনকে মধ্যরাতে ছেড়ে দিল পুলিশ

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জুলাই ২০১৮

 ডিবি পরিচয়ে  চাঁদাবাজি ॥ ৪ জনকে মধ্যরাতে  ছেড়ে দিল  পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটের একটি ডাল মিলের ম্যানেজারের কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করলেও দেনদরবার শেষে মধ্যরাতে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ চারজনকে আটকের কথা স্বীকার করলেও কোন অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হলিদাগাছি এলাকায় আমিনুল ট্রেডার্স নামের একটি ডাল মিলে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় চার যুবক। পরে তারা চাঁদাও দাবি করে। এ সময় মিলের ম্যানেজার মতিউর রহমানের সন্দেহ হলে কৌশলে তিনি স্থানীয় লোকদের জানান। পরে স্থানীয় লোকজন এসে চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো, উপজেলার মোক্তারপুর গ্রামের সিরাজের ছেলে কাউসার (২৫), গোশহরপুর গ্রামের আকবরের ছেলে সুমন (২৭), বাগমারা উপজেলার কলনীপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে মামুনুর রশীদ (২৩) ও একই উপজেলার শরীফ উদ্দিন (২৭)। এদিকে তাদের থানায় নিয়ে আসার পর স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতা থানায় আসেন। পরে তাদের সঙ্গে পুলিশের দেনদরবারের পর মধ্যরাতে সবাইকে ছেড়ে দেয় পুলিশ।
×