ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত ॥ আহত ৩

প্রকাশিত: ০৪:৩৩, ২১ জুলাই ২০১৮

 জামালপুরে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত ॥ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২০ জুলাই ॥ সরিষাবাড়ী উপজেলায় জুটমিলের যন্ত্রাংশবোঝাই একটি ট্রাক উল্টে তিনজন শ্রমিক নিহত এবং আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর চারটার দিকে সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কের আওনা ইউনিয়নের স্থলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে ছেড়ে আসা ট্রাকটি শুক্রবার ভোর চারটার দিকে আওনা ইউনিয়নের স্থল গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত তিনজনের লাশ উদ্ধার এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনায় নিহত শ্রমিকরা হলেনÑ সরিষাবাড়ী উপজেলার পোগলগিঘা ইউনিয়নের সাইঞ্চেরপাড় গ্রামের মৃত গফুর শেখের ছেলে আব্দুল বারিক (৬০) ও মৃত ওমর আলীর ছেলে রিয়াজ উদ্দিন নিমাই (৫০) এবং পুঠিয়ারপাড় গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাজির উদ্দিন (৫০)। গুরুতর আহতরা হলেনÑ পুঠিয়ারপাড় গ্রামের হযরত আলী (৬০), শহিদ মিয়া (৫১) ও আয়েজ উদ্দিন। নিহত ও আহতরা সবাই স্থানীয় একটি জুট মিলের যন্ত্র তৈরির কারখানার শ্রমিক। . ফরিদপুরে ব্র্যাক কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়ির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম আব্দুর রহমান খান (৪৫)। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের শরীয়তপুরের ডামুড্ডা শাখার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা প্রকল্পের উর্ধতন প্রোগ্রাম সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, আব্দুর রহমান খান বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল শরীয়তপুর থেকে ঝিনাইদহে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এলে পেছনের দিক থেকে একটি ট্রাক অথবা বাস তার মোটরসাইকেলকে চাপা দিয়ে ফরিদপুরের দিকে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহমান।
×