ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিত: ০৪:৩০, ২১ জুলাই ২০১৮

 রাবিতে আন্তর্জাতিক সেমিনার

স্টাফ রিপোর্টার, রাজশাহী/ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সম্মেলন কক্ষে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করা হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। ইনস্টিটিউটের পিএইচডি গবেষক নিবেদিতা রায় ও এমফিল গবেষক নাজনীন নাহার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
×