ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচএসসিতে মাইলস্টোন কলেজের সাফল্য

প্রকাশিত: ০৪:২৮, ২১ জুলাই ২০১৮

এইচএসসিতে মাইলস্টোন  কলেজের  সাফল্য

এইচএসসির ফলে সাফল্যধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজী মাধ্যমে ২১৫০ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। উভয় মাধ্যমে পাসের হার ৯৯.০২%। বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯১ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার ৯৯%। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৩৬৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.৭৩%। মানবিক বিভাগ থেকে ৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৮৯ জন পাস করে। মানবিক বিভাগে পাসের হার ৯৮.৮৯%। নিয়মিতভাবে এইচএসসিতে ভাল ফল অর্জনের কারণ হিসেবে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিল বলেই আমরা বরাবরের মতো এবারও এইচএসসিতে ভাল ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।-বিজ্ঞপ্তি।
×