ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুপরিবারে বেড়ে ওঠা সুমিকে বিয়ে দিলেন ডিসি

প্রকাশিত: ০৪:২৮, ২১ জুলাই ২০১৮

 শিশুপরিবারে বেড়ে ওঠা সুমিকে বিয়ে দিলেন ডিসি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ জুলাই ॥ শিশুপরিবারে বেড়ে ওঠা পিতৃমাতৃহীন সুমি আকতারকে চাকরি এবং মহা ধুমধামে বিয়ে দিয়ে সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। ব্যতিক্রমধর্মী এই বিয়েতে উৎসাহ উদ্দীপনা যুগিয়ে এবং সার্বক্ষণিক উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুক্রবার সার্কিট হাউস মিলনায়তনে গাইবান্ধা পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, সদর থানা ও ডিবির ওসি, জেলা পর্যায়ের সকল বিভাগীয় কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ এবং শিক্ষাবিদসহ সর্বস্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পন্ন হয় গাইবান্ধার সরকারী শিশুপরিবারে (বালিকা) প্রতিপালিত পিতৃমাতৃহীন সুমি আকতারের এই ব্যতিক্রমধর্মী বিয়েটি।
×