ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুকের ইন্টারনেট হেলিকপ্টার প্রকল্প বন্ধ

প্রকাশিত: ০৪:২৪, ২১ জুলাই ২০১৮

  ফেসবুকের ইন্টারনেট হেলিকপ্টার প্রকল্প বন্ধ

আইটি ডটকম ডেস্ক ॥ জরুরী অবস্থায় সেলুলার সেবার সাময়িক বিকল্প সেবা দিতে পারে এমন ছোট হেলিকপ্টার প্রকল্প ২০১৭ সালে বন্ধ করে দিয়েছে ফেসবুক, প্রযুক্তি সাইট ভার্জ এ খবর প্রকাশ করেছে সম্প্রতি। সাইটটির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের মে মাসে এফ৮ ডেভেলপার সম্মেলনে প্রদর্শনের কয়েক মাস পরই এটি বন্ধ কর দেওয়া হয়েছে। এ নিয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, “আমরা যখন ২০১৭ সালের শুরুতে এফ৮-এ টেদার-টেনা নিয়ে আলোচনা করেছি তখন এটি একটি ধারণা করা প্রকল্পের প্রমাণ ছিল যা নিয়ে আমরা যাচাই করছিলাম।” আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ওই প্রকল্পের ধারণা ছিল- টেলিযোগাযোগ সেবা দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতিযুক্ত একটি হেলিকপ্টার পাঠানো যা কয়েকশ’ মিটার ওপর থেকে দুর্যোগ বা অন্য কোনো কারণে তারবিহীন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অঞ্চলে বিদ্যুত ও ফাইবার লাইনগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে। টেদার-টেনা সাম্প্রতিক ফেসবুকের বন্ধ করে দেওয়া আকাশ থেকে ইন্টারনেট সেবা দেয়ার একমাত্র প্রকল্প নয়। চলতি বছর জুনে ইন্টারনেট সেবা দেয়ার জন্য ড্রোন তৈরির প্রকল্প ‘অ্যাকুইলা’ বাতিলের ঘোষণা দেয় ফেসবুক। ইন্টারনেট ডটঅর্গ উদ্যোগের অংশ হিসেবে ২০১৪ সালে অ্যাকুইলা ইন্টারনেট ড্রোন প্রকল্প চালু করেছিল ফেসবুক। ২০১৫ সালে প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ বলেছিলেন, “এ ধরনের উডুক্কুযানগুলো পুরো বিশ্বকে সংযুক্ত করতে সহায়ক হতে পারে কারণ, এগুলো বৈশ্বিক জনসংখ্যার ১০ শতাংশ মানুষ প্রত্যন্ত অঞ্চল যেখানে ইন্টারনেট কাঠামো নেই সেখানে যারা বসবাস করেন তাদেরকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দিতে পারে।” ওই বছরই অ্যাকুইলা ড্রোনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে ফেসবুক। প্রথম ফ্লাইটের পরই মরুভূমিতে বিধ্বস্ত হয় সৌরচালিত ড্রোনটি। দ্বিতীয় পরীক্ষায় সফল হয় এটি। ওই প্রকল্পেও প্রচুর বিনিয়োগ করেছিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। অ্যাকুইলার তুলনায় টেদার-টেনা অনেক ছোট পরিসরের প্রকল্প ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
×