ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ট্যাব ‘সারফেস গো’ পার্সে নেয়া যাবে

প্রকাশিত: ০৪:২৩, ২১ জুলাই ২০১৮

 নতুন ট্যাব ‘সারফেস গো’  পার্সে নেয়া যাবে

মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট পরিবার সম্প্রতি অপেক্ষাকৃত ছোট এক সহোদর যুক্ত হয়েছে। এর নাম সারফেস গো। ১০ ইঞ্চির এই ট্যাবলেটটি স্ট্যান্ডার্ড আইপ্যাডের চেয়ে কিছুটা বড়। তবে এটি উইন্ডোর পুরো ভার্সন চালাতে সক্ষম। এই ক্ষুদ্রতর ট্যাবলেটটি দুই বিশেষ জনগোষ্ঠী ছাত্র ও মহিলাদের কাছে কিভাবে আকর্ষণীয় হবে মাইক্রোসফট তার ব্যাখ্যা দিয়েছে। এ মাসের গোড়ার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ট্যাবলেটটি প্রদর্শন করতে গিয়ে মাইক্রোসফটের প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার নাটালিয়া উরবানোভিচ তার ছোট হাতব্যাগ থেকে সারফেস গো বের করে দেখিয়ে দেন যে একজন ব্যস্ত মায়ের পক্ষে কত সহজে একটা পুরোদস্তুর ল্যাপটপ বহন করা সম্ভব এবং তার জন্য একটা বড় ব্যাগ কাঁধে বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। তা ছাড়া সাইজে ছোট হওয়ায় ও দাম কম হওয়ায় এটা ক্লাসরুমের ছাত্রদের জন্যও দারুণ উপযোগী। সারফেস গোর স্ক্রিন ১০ ইঞ্চি এবং এর দাম ৪০০ ডলার। অপেক্ষাকৃত বড় সোয়া ১২ ইঞ্চি স্ক্রিনের সারফেস গোর দাম যেখানে ৭০০ ডলার সেখানে এই দামটি নিঃসন্দেহে বেশ কম। সারফেস ডিভাইসগুলোই এমন যে একের মধ্যে এগুলো ল্যাপটপ, স্কেচবুক ও টেক্সটবুক রিডারের কাজ করে। মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস প্যানি এক ব্লগ পোস্টে জানিয়েছেন যে তার অল্প বয়সী মেয়েদের জন্য এটাই একদম পারফেক্ট ডিভাইস। যখন থেকে আমার সর্বকনিষ্ঠ দুই মেয়ে সারফেস গো ব্যবহার করতে শুরু করেছে লক্ষ্য করেছি ওরা প্রতিদিনই ওতে মুভি দেখছে, ও আঁকছেÑ বলেন তিনি। সারফেস গো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজনও মেটাতে পারে। গো একটা মনিটরের সঙ্গে যুক্ত করে আরও ট্র্যাডিশনাল ডেস্কটপের অভিজ্ঞতা লাভ করা যেতে পারে। গো এমন এক সময় বের হয়েছে যখন টেক কোম্পানিগুলো সাধারণভাবে ট্যাবলেট নিয়ে নাজুক অবস্থায় পড়েছে। ২০১০ সালে আইপ্যাড প্রথম চালু হলে বিশ্লেষকরা ভেবেছিল এগুলো কম্পিউটারের স্থান পুরোপুরি দখল করে নেবে। কিন্তু তাদের এই উচ্চ প্রত্যাশাও হতাশায় পর্যবসিত হয়েছে। গত বছর থেকে ট্যাবলেটের বাজার সঙ্কুচিত হতে শুরু করেছে। তবে এর এক সামগ্রিক উজ্জ্বল এলাকা সেই মন্দার স্পর্শ পায়নি যার মধ্যে মাইক্রোসফটের সারফেস ও আইপ্যাড প্রো আছে। সাবফেস বহর মাইক্রোসফটের বড় ধরনের বিক্রয় পণ্য হতে পারেনি যেমনটি হয়েছে এ্যাপল, স্যামসাং বা এ্যামাজনের ট্যাবলেট। তা ছাড়া সারফেসের ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি বা সীমাবদ্ধতাও ছিল। যেমন কোম্পানির প্রথম চেষ্টাটি ছিল উইন্ডোজ আরটি নামে পরিচিত উইন্ডোজের মোবাইল ভার্সনে চালিত অধিকতর মোবাইল সারফেস ট্যাবলেট বের করা। সেটা বাজার পেতে সমস্যায় পড়েছিল। তবে কোম্পানি অনেক আগে থেকেই বলে এসেছিল যে সারফেস লাইন বের করার প্রধান কারণ এটা কতখানি বিক্রি হচ্ছে তা নয়। বরং এটা দেখিয়ে দেয়া যে মাইক্রোসফট এই হার্ডওয়্যারটি তৈরি করার সময় উইন্ডোজ কি করতে পারে। এত ছোট একটা ডিভাইসের উইন্ডোজের পুরো ভার্সন চালানোর মতো শক্তি পাওয়ার জন্য কিছু সূক্ষ্ম টিউনিং করতে হয়েছিল। কনজিউমারদের জন্য নির্মিত সারফেস গো উইন্ডোজ হোম এস ভার্সনে পরিচালিত হবে যদিও এর পক্ষে অপারেটিং সিস্টেমের স্ট্যান্ডার্ড ভার্সনেও চলে যাওয়া সম্ভব। সাইজে ছোট হওয়ায় এর ব্যাটারির আয়ুও কিছু কমাতে হয়েছে। সারফেস গোর সারাদিনে ব্যাটারির আয়ু থাকে ৯ ঘণ্টা। অন্যদিকে সারফেস প্রোর থাকে সাড়ে ১৩ ঘণ্টা।
×