ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার মেয়েরাই বেশি করে

প্রকাশিত: ০৪:২২, ২১ জুলাই ২০১৮

  ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার মেয়েরাই বেশি করে

আইটি ডটকম ডেস্ক ॥ রাস্তায় গাড়ি চালানোর সময় পুরুষ চালকদের চেয়ে মহিলা চালকরাই বেশি মোবাইল ফোন ব্যবহার করে থাকে। তাছাড়া যারা অন্যদের তুলনায় অধিকতর রোমাঞ্চ ও শিহরণ সন্ধানী তারাও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে। অস্ট্রেলিয়ার একদল গবেষক অমনোযোগী গাড়ি চালানোর ওপর এক গবেষণা চালাতে গিয়ে এই তথ্যগুলো পেয়েছেন। তারা আরও জেনেছেন যে নতুন গাড়ি চালিয়েদের তুলনায় অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে অমনোযোগী ড্রাইভিং কম ঘটে। সর্বোপরি হিসাবে নেয়ার মতো যেসব মনোভাব গবেষণায় বেরিয়ে এসেছে তা হলো : সে সব লোককে দৃঢ়ভাবে এ কথা বোঝানো প্রয়োজন যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি বাড়ে তাদেরই এমন আচরণ করার সম্ভাবনা বেশি। ৬৮ শতাংশ লোক বলেছে যে, মোবাইলে টেক্সট করা ও ড্রাইভিং করার বিপদ সম্পর্কে তাদের আরও প্রমাণ প্রয়োজন। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও ড্রাইভিংগত আচরণ বিশ্লেষণ করে দেখার জন্য গবেষকরা তালিকাভুক্ত ৪৪৭ জন ড্রাইভারকে দিয়ে প্রশ্নমালা পূরণ করেন। দক্ষিণ-পশ্চিম কুইন্সল্যান্ডের প্রকৃত ট্রাফিক ও রাস্তার অবস্থার ভিত্তিতে ৬টি দৃশ্যপট সামনে তুলে ধরা হয়। তারপর এসব দৃশ্যের কোনটিতে দুর্ঘটনা ঘটার ঝুঁকি কতখানি, কোন্ কোন্ অবস্থায় তাদের গাড়ি চালানো স্বাস্থ্যকর এবং ড্রাইভিংয়ের সময় মোবাইলে কথা বলা বা টেক্সট করার সম্ভাবনা কতটা সেই প্রশ্নগুলো করা হয়। অমনোযোগী ড্রাইভিংয়ের বিপদ যে বাড়ছে গবেষণায় তা বেরিয়ে এসেছে। যেমন : যারা গাড়ি চালানোর সময় টেক্সট করে তাদের এমন কাজ যারা করে না তাদের তুলনায় দুর্ঘটনা ঘটানোর আশঙ্কা ৬ গুণ বেশি। আর যারা ড্রাইভিংয়ের সময় মোবাইলে কথা বলে তাদের বেলায় এমন ঝুঁকি দুই গুণেরও বেশি। তার পরও পর্যবেক্ষণগত সমীক্ষায় দেখা গেছে যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো অধিক আয়ের দেশগুলোতে ১৯ শতাংশ চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলেÑ সে সংখ্যাটা গরিব দেশগুলোতে ৩১ শতাংশেরও বেশি।
×