ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই সময়ের অভিনয়শিল্পী পলাশ লোহ

প্রকাশিত: ০৪:১৮, ২১ জুলাই ২০১৮

  এই সময়ের অভিনয়শিল্পী পলাশ লোহ

শেখ আবদুুল আওয়াল, গফরগাঁও ॥ সময়ের সেই পথ বেয়েই পথিক-মানুষ এগিয়ে যায়। যে কোন লক্ষ্য অর্জনের জন্য নিরবচ্ছিন্ন ও একনিষ্ঠা প্রচেষ্টার নাম সাধনা। এ পৃথিবীতে যারা বড় হয়েছেন, খ্যাতিমান হয়েছেন, তারা সবাই সাধনার বা অধ্যবসায়ের দ্বারাই হয়েছেন। অধ্যবসায়ী হতে না পারলে জীবনে পরম আকাক্সিক্ষত জিনিসটি মরীচিকার মতোই থেকে যায়। অবিচল সঙ্কল্প নিয়ে, সকল প্রতিকূলতা অতিক্রম করে অপরিসীম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য লাভ করার গুণটির নামই সাধনা। তেমনি ক্রমাগত প্রচেষ্টা করে পরম ধৈর্যের সঙ্গে কঠোর পরিশ্রম করে সফলতা পেতে চলেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতী সন্তান, এই সময়ের অন্যতম অভিনয়শিল্পী পলাশ লোহ। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী পলাশ লোহ সাম্প্রতিক নিজের ক্যারিয়ারে ব্যস্ততা প্রসঙ্গে বলেন- পারভেজ আমিনের পরিচালনায় ১৬ পর্বের ‘মুক্তিযুদ্ধ একাত্তর’ নাটকে আমার চরিত্র ছিল মুক্তিযোদ্ধা সালটা ছিল ২০১০। পড়াশোনার চাপে তিন চার বছর তেমন কাজ হয়নি। ২০১৪ সালে আবার কাজ শুরু করি শ্রাবণী ফেরদৌস ও শুভ্র পরিচালিত ধারাবাহিক নাটক ‘অনাকাক্সিক্ষত সত্য’, সাইফুল ইসলাম মান্নু পরিচালিত টেলিফিল্ম ‘তোমায় দেখব বলে’। এ ছাড়া ওল্ডটাউনলেন ‘ডালিম কুমার’, আতিকুর রহমান বেলাল পরিচালিত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘যুবরাজ’, ‘জামাই পরীক্ষা’ অন্যতম। বর্তমানে জনপ্রিয় নির্মাতা সোহেল আরমান পরিচালিত ১০৪ পর্বের ধারাবাহিক ‘জলরং’ নাটকে কাজ করছি। তা ছাড়া এম এম সালাউদ্দীন পরিচালিত হাজার পর্বের ‘মায়া মসনদ’ সিরিয়ালে কাজ করছি। গেল ঈদে চ্যানেল আইতে প্রচার হয় শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘গোলাপী ঘুড়ি’। মুক্তিযোদ্ধার গল্প নিয়ে বর্তমানে ধ্রুব হাসানের পরিচালনায় ‘দাহ কাল’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করছি। পলাশ লোহ বলেন আমি হিরো হতে চাই না। আমি চাই ভাল চরিত্রাভিনেতা হতে, যেন আমার ১২ বছরের থিয়েটারের অভিনয়-দক্ষতা কাজে লাগিয়ে শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে পারি। পলাশ লোহ আরও বলেন, প্রফেশনালি গানও করছি। অনেক গুণী গীতিকার, সুরকার সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। বর্তমানে গুণী লেখক শেখ নজরুলের রচনায় বেশ কয়েকটি এ্যালবামে কাজ করছি। আমার থিয়েটার দল দেশ বাংলা গত এক যুগ ধরে কাজ করছি। আমার বেশিরভাগ কাজই প্রশংসিত হয়েছে। তবে তিনি বলেন, অনেকেই অভিনয় না জেনেই অভিনেতা-অভিনেত্রী বনে যাচ্ছে। ন্যাকামি ছ্যাবলামিতে ভরপুর নাটকে ট্রেন্ড তৈরি হচ্ছে। এতে করে উচ্চারণ, ভাষা ও ভাল নাটকের জায়গা নষ্ট হচ্ছে। ক্যারিয়ারে অর্জন বিশেষ করে তেমন কোন পরস্কার পেয়েছেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, পুরস্কার বলতে কিছুই না তবে মঞ্চে অনেক পুরস্কার আছে। আমার অভিনয়ে দর্শকদের কাঁদাতে পেরেছিলাম। নাটকে প্রদর্শনী শেষে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এটাই আমার সর্বোচ্ছ পুরস্কার। পলাশ লোহের প্রিয় অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু, মাহফুজ আহমেদ, জয়া আহসান, ওপার বাংলা ভিক্টর ব্যানার্জী নানা পাটেকা, হলিউডের টম হ্যাস্কস। তিনি সংশ্লিষ্টদের অভিনয়শিল্পকে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তকে স্থান দেয়ার অনুরোধ করেন। তাহলে এই শিল্পে পরিপূর্ণ বিকাশ সম্ভব হবে বলে তিনি মনে করে। অভিনেতা পলাম লোহ এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×