ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একই সঙ্গে নির্মাণ ও অভিনয়ে খন্দকার ইসমাইল

প্রকাশিত: ০৪:১৭, ২১ জুলাই ২০১৮

  একই সঙ্গে নির্মাণ ও অভিনয়ে খন্দকার ইসমাইল

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার ইসমাইল। একাধারে তিনি জনপ্রিয় উপস্থাপক, অনুষ্ঠান নির্মাতা, অভিনেতা এবং সঙ্গীতশিল্পীও বটে। প্রায় বিশ বছর পর মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। এবার আসছেন তিনি ‘সেই চোখ’ শিরোনামের একটি টেলিফিল্ম নিয়ে। এরই মধ্যে এটির শূটিং শেষ হয়েছে বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করেছেন তিনি নিজেই। টেলিফিল্মে তার বিপরীতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এতে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু । প্রথমবারের মতো একই সঙ্গে অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বলেন, আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলিফিল্মে কাজে লাগিয়েছি। আমার মনের মাধুরী মিশিয়ে টেলিফিল্মটি নির্মাণ করেছি। গতানুগতিক কোন গল্পর টেলিফিল্ম এটি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন। খন্দকার ইসমাইল বর্তমানে এটিএন বাংলার জমকালো ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত’ নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’ ম্যাগাজিনের উপস্থাপকও ছিলেন তিনি। বর্তমানে এটিএন বাংলার জনপ্রিয়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো ও ঈদের বাজনা বাজেরে’ অনুষ্ঠান দুটি তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।
×