ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ায় তেল রফতানিতে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান

প্রকাশিত: ০৪:০৭, ২১ জুলাই ২০১৮

 উত্তর কোরিয়ায় তেল রফতানিতে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান

উত্তর কোরিয়ায় শোধিত তেল পণ্যের সকল ডেলিভারি বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধ আরও বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। খবর এএফপির। যুক্তরাষ্ট্র অবৈধ আমদানির মাধ্যমে জ্বালানি পাঠানোর অভিযোগ আনার পর পরবর্তীতে তা বন্ধ করার জন্য গত সপ্তাহে জাতিসংঘ নিষেধাজ্ঞা কমিটির কাছে অনুরোধ জানায়। জাতিসংঘে গত বছর গৃহীত নিষেধাজ্ঞা প্রস্তাবে উত্তর কোরিয়ায় অশোধিত তেল পাঠানোর পরিমাণ বছরে ৪০ লাখ ব্যারেল এবং শোধিত তেল পণ্যের সিলিং ৫ লাখ ব্যারেলে সীমিত রাখা হয়। চীন উত্তর কোরিয়ায় যে তেল ও জ্বালানি পাঠায় তা বন্ধের জন্য প্রস্তাবের শর্ত কার্যকর করতে হবে। দেশটির বেশিরভাগ জ্বালানিই উত্তর কোরিয়ায় রফতানি করা হয়। রাশিয়াও পিয়ংইয়ংয়ের কাছে কিছু পরিমাণ তেল রফতানি করে থাকে।
×